সাকিব-মাশরাফি-মুশফিকদের দলের অবস্থান
২৭ জানুয়ারি ২০১৯ ১১:৫৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৪:৫৮
।। স্পোর্টস ডেস্ক ।।
বিপিএলের চলতি আসরে মোট খেলা হবে ৪৬টি। এরই মধ্যে ৩২টি ম্যাচ শেষ। আসর থেকে ছিটকে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। বাকি ছয় দল লড়ছে প্লে-অফে উঠার জন্য। পয়েন্ট টেবিলের শীর্ষে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। তবে, নিজেদের হোম ভেন্যু চট্টগ্রামেই টানা দুই ম্যাচ হেরেছে ভাইকিংসরা।
প্রতিটি দল গ্রুপ পর্বে ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার কী অবস্থা:
১। চিটাগং ভাইকিংস: পয়েন্ট টেবিলে মুশফিকের দলটি রয়েছে সবার উপরে। ৯ ম্যাচ খেলে ভাইকিংসরা হেরেছে মাত্র তিনটি ম্যাচে। নিজেদের মাটিতে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে চিটাগং। যে মুশফিক এবারের আসরে কোনো দলই পাচ্ছিলেন না, তাকে পরে নিয়েছিল চিটাগং। নেতৃত্বভারও তার কাঁধে চাপিয়ে সম্মানিত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। আস্থার প্রতিদান দিচ্ছেন মুশফিক। তার দল ৯ ম্যাচে ৬টি জয়ে তুলে নিয়েছে সর্বোচ্চ ১২ পয়েন্ট। ব্যাট হাতেও প্রতিম্যাচে আলো ছড়াচ্ছেন ভাইকিংস দলপতি মুশফিক।
২। ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসানের দলটিতে রয়েছে একঝাঁক তারকা। গতবারের রানার্সআপরা আসর শুরু করেছিল দুর্দান্তভাবে। তবে, উড়ন্ত ঢাকা এখন টেবিলের দুইয়ে। ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় আর ৩টিতে পরাজয় নিয়ে ডায়নামাইটসরা সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে সাকিবের দল দুইয়ে। ঢাকার সমান ১০ পয়েন্ট আছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রাজশাহী কিংসের।
৩। রংপুর রাইডার্স: কাগজে-কলমে এবারের বড় তারকাদের দল রংপুর রাইডার্স। গতবার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলটি প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছিল। এবারো ম্যাশের কাঁধে দলের দায়িত্ব। টেবিলের তিনে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি। প্রথম ম্যাচেই ৯৮ রানে গুটিয়ে যাওয়া রংপুর ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে। দলটিতে আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রিলে রুশোদের মতো বিদেশি তারকা। মাশরাফির এই দলটি ৯ ম্যাচে ৫ জয় আর ৪ পরাজয়ে তুলেছে ১০ পয়েন্ট।
৪। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: শুরুতে অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে নিয়ে এসে শোরগোল ফেলে দিয়েছিল কুমিল্লা। দলটি স্মিথকে নেতৃত্বভারও দিয়েছিল। দুই ম্যাচ খেলে ইনজুরির কারণে দেশে ফিরে যান প্রথমবার বিপিএলে আসা স্মিথ। এরপর ইমরুল কায়েসের কাঁধে দায়িত্বভার চাপিয়ে দেওয়া হয়েছে। মাঝে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ফিরে গেলেও আরেক তারকা শহীদ আফ্রিদি খেলে যাচ্ছেন। তামিম-আফ্রিদি-থিসারা পেরেরাদের নিয়ে সাজনো দলটি ৮ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫টিতে। তিন ম্যাচ হারা দলটির সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রানরেটে ঢাকা, রংপুরের থেকে পিছিয়ে চার নম্বরে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৫। রাজশাহী কিংস: এবারের বিপিএলে সবচেয়ে কম তারকার উপস্থিতি রাজশাহী কিংসে। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া মেহেদি হাসান মিরাজের ওপর। বিপিএল শুরুর আগে রাজশাহীকে কেউ হিসেবে না ধরলেও সৌম্য-মুমিনুল-মোস্তাফিজ-আরাফাত সানিদের সঙ্গী হয়ে বিদেশি তারকা লরি ইভান্স, রায়ান টেন ডয়েসকাট, ইসুরু উদানারা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যাচ্ছেন। এরই মধ্যে জায়ান্ট কিলার খ্যাতিও পেয়েছে দলটি। সবশেষ চিটাগংয়ের মাটিতে স্বাগতিকদের হারিয়ে দিয়েছে মিরাজের দলটি। ১০ ম্যাচ খেলে পদ্মাপাড়ের দলটি ৫টি ম্যাচ জিতেছে, ৫টি ম্যাচ হেরেছে। কিংসদের সংগ্রহ ১০ পয়েন্ট, তবে ঢাকা-রংপুর-কুমিল্লার থেকে রান রেটে পিছিয়ে মিরাজের দলটি পাঁচ নম্বরে অবস্থান করছে।
৬। সিলেট সিক্সার্স: এই বিপিএলে মহা-তারকাদের মধ্যে অন্যতম ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। সিলেট তাকে দলপতির দায়িত্ব দিয়েছিল। ব্যাট হাতে বিপিএল মাতালেও দল মেতে উঠতে পারেনি ভালো কিছুর সন্ধানে। কনুইয়ের ইনজুরির কারণে ওয়ার্নার ফিরে গেলে দলটির পাকিস্তানি কোচ ওয়াকার ইউনুস দলপতির দায়িত্ব তুলে দেন আরেক পাকিস্তানি সোহেল তানভীরের ওপর। সাব্বির-নাসির-লিটন-আফিফ-তাসকিনদের মতো তরুণ তারকাদের সঙ্গে সিক্সার্স স্কোয়াডে খেলছেন নিকোলাস পুরান, মোহাম্মদ নওয়াজরা। কোনো ম্যাচ না খেলেই ফিরেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ফিরেছেন নেপালি তারকা স্পিনার সন্দীপ লামিচান। সিলেট ১০ ম্যাচ খেলে জিতেছে চারটি ম্যাচে, বাকি ছয় ম্যাচেই হেরে যাওয়া দলটির অবস্থান ছয় নম্বরে, সংগ্রহ ৮ পয়েন্ট।
৭। খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। বিগ স্কোরিং ম্যাচে রান পেলেও দলটির পরাজয় কেউ রুখে দিতে পারছে না। ১০ ম্যাচ খেলে দলটি জিতেছে মাত্র দুটি ম্যাচে, হেরেছে বাকি আটটি ম্যাচেই। এর মধ্যে একটি ছিল সুপার ওভারের ম্যাচ। মাত্র ৪ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান টেবিলের তলানিতে। ব্যাট হাতে দলকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন জুনায়েদ সিদ্দিকী। রিয়াদের সঙ্গে দলটিতে ছিলেন আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম; বিদেশি তারকাদের মধ্যে দলটিতে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী তারকা কার্লোস ব্রাথওয়েইট, ডেভিড মালান, লাসিথ মালিঙ্গা, পল স্টার্লিং, ব্রেন্ডন টেইলর, ডেভিড উইসি, ইয়াসির শাহদের মতো তারকারা।
সারাবাংলা/এমআরপি