জয়ের জন্য স্বাগতিক চিটাগংয়ের টার্গেট ১৯৯
২৬ জানুয়ারি ২০১৯ ২০:১৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২০:২৪
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে শনিবার (২৬ জানুয়ারি) আসরের ৩২তম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৮ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং দলপতি মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী। জয়ের জন্য মুশফিকদের দরকার ১৯৯ রান।
আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু হয় রাজশাহীর। প্রথম জুটিতে জনসন চার্লস ও সৌম্য সরকার ৫০ রানের ওপেনিং জুটি গড়েন। এরপর ব্যক্তিগত ২৬ রানে সৌম্যকে ফেরান খালেদ আহমেদ। তার বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর দ্বিতীয় উইকেটে লরি ইভান্সের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন চার্লস। তবে সেই জুটিও ভেঙে দেন খালেদ। তার করা বলে দলীয় ১২০ রানে ফেরেন ইভান্স। ফেরার আগে ২৯ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।
এরপর রায়ান টেন ডেসকাটেকে সঙ্গে করে এগুতে থাকেন চার্লস। ব্যাট হাতে অর্ধশতক তুলে নেন রাজশাহীর এই ওপেনার। তবে দলীয় ১৪৮ রানে তাকে এলবিতে ফেরার আবু জায়েদ রাহী। ফেরার আগে ৪৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন চার্লস।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি।
তবে শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন ডাচ ব্যাটসম্যান টেন ডেসকাটে। কিন্তু আবু জায়েদ রাহীর করা ১৯তম ওভারের শেষ বলে রানআউট হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। ফেরার আগে ১২ বলে ৪ ছক্কায় ২৭ রান করেন তিনি। এরপর ব্যাটে ঝড় তোলেন ক্রিস্টিয়ান জঙ্কার। শেষ পর্যন্ত ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করা এই ব্যাটসম্যানকে থামান ডেলপোর্ট। তার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জঙ্কার। আর ফজলে মাহমুদ ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
চিটাগংয়ের খালেদ আহমেদ সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়াও ডেলপোর্ট ও আবু জায়েদ ১টি উইকেট নেন।
ছবি : শ্যামল নন্দী
সারাবাংলা/এসএন