Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভান্সের পর হেলসের শতক


২৫ জানুয়ারি ২০১৯ ২০:৩২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৬:০৬

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের দ্বিতীয় শতক পেলেন অ্যালেক্স হেলস। চলতি আসরের প্রথম শতক পেয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। এবার চিটাগং কিংসের বিপক্ষে নিজের শতকের দেখা পেলের অ্যালেক্স হেলস।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬২ বলে ৯টি চার আর ৬টি ছক্কায় ১০৪ রান করেন ইভান্স। সেই ম্যাচে তার ব্যাটে ভর করে ভিক্টোরিয়ান্সদের ৩৮ রানে হারায় কিংসরা।

শুক্রবার (২৫ জানুয়ারি) আসরের ৩০তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। তবে দলীয় ৬ রানের মাথায় মাত্র ২ রান করে ফেরেন ক্রিস গেইল।

এরপর রাইলি রুশোকে সঙ্গে করে ব্যাটে ঝড় তোলেন হেলস। তাতেই ৪৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় শতক তুলে নেন ইংলিশ এই ব্যাটসম্যান। তবে শতক তুলে নেওয়ার পরের বলেই তাকে ফেরার সিকান্দার রাজা। তার করা বলে নিহাদুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেলস।

ছবি : শ্যামল নন্দী

সারাবাংলা/এসএন

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর