Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারির সমালোচনার জবাব দিলেন ‘নেতা’ হ্যাজার্ড


২৫ জানুয়ারি ২০১৯ ১৯:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

টটেনহ্যামের বিপক্ষে টাইব্রেকারে ম্যাচ জিতে লিগ কাপের ফাইনালে পৌঁছে গেছে চেলসি। আর এই ম্যাচ দিয়েই চেলসি কোচ মাউরিজিও সারির কথার সমালোচনার জবাব দিলেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।

সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে ম্যাচ হারে চেলসি। তবে ফিরতি লেগে ঘরের মাঠে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ২-১ গোলে জয় পেয়ে যায় তারা। ম্যাচে একটি করে গোল করেন এন’গোলে কন্তে ও হ্যাজার্ড। তবে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতায় থাকার কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ গোলের জয় তুলে নেয় চেলসি।

এই ম্যাচের আগে হ্যাজার্ডের সমালোচনা করে সারি বলেন, ‘সে (হ্যাজার্ড) নেতা নয়।’ তবে সেই কথাটা মাথায় নেননি বলে জানান হ্যাজার্ড। ম্যাচ শেষে বেলজিয়ান এই তারকা বলেন, ‘সত্যি কথা বলতে, আমি এই কথাটা মাথায় নিইনি। আমি শুধু ম্যাচের দিকে লক্ষ্য রেখেছি এবং অন্য ম্যাচের মতোই সতীর্থদের সহায়তা করার চেষ্টা করেছি।’

ম্যাচে নিজের কাজটা করেছেন বলে জানান হ্যাজার্ড। এবার ফাইনাল নিয়েই ভাবছেন বেলজিয়ান এই তারকা, ‘ম্যাচের আগে একটা আলোচনায় কীভাবে ফাইনালে যেতে পারি, সেটা নিয়ে কথা বলেছি। এখন আমরা ফাইনালে এবং আমরা খুশি। আমার কাজ হচ্ছে মাঠে নিজের কাজ করা। আমাদের যথেষ্ট সময় হাতে আছে, তাই আমি খুশি। আমি সবসময় বলি, মাঠে আমি একজন নেতা। তাই আমি একজন নেতা।’

আগামী ২৪ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মুখোমুখি হবে চেলসি।

সারাবাংলা/এসএন

এডেন হ্যাজার্ড চেলসি মাউরিজিও সারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর