রাজশাহীর বিপক্ষে সিলেটের সংগ্রহ ১৮০
২৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৪:৪৭
।। স্পোর্টস ডেস্ক ।।
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের চট্টগ্রাম পর্ব। শুক্রবার (২৫ জানুয়ারি) আসরের ২৯তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।
চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিলেট। জয়ের জন্য মেহেদী হাসান মিরাজের দল রাজশাহীর দরকার ১৮১ রান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৮ রানেই দুটি উইকেট হারায় সিলেট। সাব্বির আহমেদ ১ রানে ও লিটন দাস ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। তবে তৃতীয় উইকেটে জেসন রয় ও আফিফ হোসেন দলের হাল ধরেন। দুজনের জুটি ভাঙে দলীয় ৯০ রানে। সেই জুটি ভাঙেন সিকুগে প্রসন্ন। তার বলে বোল্ড হয়ে ২৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন জেসন রয়।
এরপর দলের সঙ্গে ১৯ রান যোগ করে দলীয় ১১৯ রানে আউট হয়ে ফেরেন নিকোলাস পুরান। আর চার রানের ব্যবধানে আফিফ ফেরেন ব্যক্তিগত ২৮ রানে। এরপর মুস্তাফিজের বলে ফজলে মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১১ রান করা মোহাম্মদ নওয়াজ। আর শেষ দিকে সোহেল তানভীরকে সঙ্গে করে এগুতে থাকেন অধিনায়ক অলক কাপালি। দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে দলের সংগ্রহ দাঁড়ায় ১৮০ রান। ১৪ বলে ১৬ রান নিয়ে অলক কাপালি ও ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন সোহেল তানভীর।
রাজশাহীর হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়াও কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, সেকুগে প্রসন্ন ও রায়ান টেন ডেসকাটে ১টি করে উইকেট নেন।
এর আগে নিজেদের প্রথম আট ম্যাচের চারটিতে জয় তুলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে আছে রাজশাহী কিংস। আর নিজেদের আট ম্যাচের মাত্র দুটিতে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে সিলেট।
সিলেট সিক্সার্স একাদশ:
অলক কাপালি (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পুরান, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, জেসন রয়, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন, নাবিল সামাদ।
রাজশাহী কিংস একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুনিমুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, ফজলে মাহমুদ, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, সিকুগে প্রসন্ন ক্রিস্টিয়ান জঙ্কার, লরি ইভান্স ও রায়ান টেন ডেসকাটে।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি।
ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এসএন