Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ ম্যাচ পরই বরখাস্ত হলেন থিয়েরি অঁরি


২৫ জানুয়ারি ২০১৯ ১৪:৩৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৪:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ফরাসি ক্লাব মোনাকোর কোচের দায়িত্বে ছিলেন থিয়েরি অঁরি। তবে দায়িত্ব পাওয়ার পর থেকে দলের টানা ব্যর্থতার কারণে মাত্র সাড়ে তিন মাসের মাথায় বরখাস্ত হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই সাবেক ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে অঁরির বরখাস্ত হওয়ার খবরটি নিশ্চিত করে ক্লাব মোনাকো।

২০১৬-১৭ মৌসুমে ফরাসি লিগ ওয়ান শিরোপা জিতেছিল মোনাকো। তবে চলতি মৌসুমের শুরু থেকেই ফর্ম ভালো নেই দলটির। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের সহকারী কোচ ছিলেন অঁরি। তাই গত অক্টোবরে লিওনার্দো জারদিমকে বাদ দিয়ে মোনাকোর কোচের দায়িত্ব দেয়া হয় অঁরিকে। তার সঙ্গে ২০২১ মৌসুম পর্যন্ত চুক্তি করে ক্লাবটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই ক্লাবের ২০টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি।

অঁরিকে কোচের দায়িত্ব দেওয়ার পরও লিগ টেবিলে অবনমন হয়েছে মোনাকোর। এ নিয়ে ২১ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে আছে দলটি (১৯তম)। এছাড়াও বুধবার (২৩ জানুয়ারি) ফ্রেঞ্চ কাপের শেষ বত্রিশে হেরে আসর থেকে বিদায় নেয় তারা। দলের এমন বিপর্যয়ে এবার নিজের জায়গাটা হারাতে হলো অঁরিকে।

সারাবাংলা/এসএন

থিয়েরি অঁরি বরখাস্ত মোনাকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর