Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেএমসিকে হারিয়ে টানা জয়ে সাইফ


২৪ জানুয়ারি ২০১৯ ১৯:৩৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৯:৪০

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসরে টানা জয়ের মধ্যে আছে তরুণ নির্ভর দল সাইফ স্পোর্টিং ক্লাব। টিম বিজেএমসি হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এসেছে জামাল-জাফররা।

নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে হোম ভেন্যুতে সাইফ স্পোর্টিংয়ের কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে টিম বিজেএমসি।

এর আগে প্রথম ম্যাচে ঘরের মাঠে রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়েছে সাইফরা। মোহামেডানের কাছে ২-১ ব্যবধানে হারে টিম বিজেএমসি। গেল ফেডারেশন কাপের গ্রুপ পর্বে ৩-১ ব্যবধানে সাইফের কাছে হেরেছিল বিজেএমসি।

এই ম্যাচে আধিপত্য বজায় রেখে অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে জনি ম্যাকেন্সট্রির শিষ্যরা। ৩৭ মিনিটে ড্যানিশ বলশাকভের একমাত্র গোলে তিন পয়েন্ট নিশ্চিত করেছে সাইফ। পার্ক সিউংয়ের বাড়িয়ে দেয়া বলে ডি বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে চিপে বল জালে জড়িয়েছেন এই রাশিয়ান ফুটবলার।

এরপর ৮৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবুল মাঠ ত্যাগ করলে ১০জনের দলে পরিণত হয় সাইফ। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মিলন মোল্লার শিষ্যরা।

এ জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে বিজেএমসি।

সারাবাংলা/জেএইচ

টিম বিজেএমসি সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর