Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার সংগ্রহ ১৭০


২৩ জানুয়ারি ২০১৯ ২০:১৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২০:৫৪

।। স্পোর্টস ডেস্ক ।।

চলতি বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের তলানির দুই দল। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সোহেল তানভীরের সিলেট সিক্সার্স। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে খুলনা টাইটান্স তুলেছে ১৭০ রান। নিজেদের খেলা আট ম্যাচের সাতটিতেই হেরেছে খুলনা আর ৭ ম্যাচের পাঁচটিতেই হেরেছে সিলেট।

ব্যাটিংয়ে নেমে খুলনার দুই ওপেনার ৪১ বলেই তুলে নেন ৭৩ রান। ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন জুনায়েদ সিদ্দীকি। তার ২৩ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। ৩১ বলে চারটি চার আর দুটি ছক্কায় ব্রেন্ডন টেইলর করেন ৪৮ রান। তিন নম্বরে নামা আল আমিন (২) ফেরেন দ্রুতই। একটি করে চার আর ছক্কায় ১৩ বলে ১৭ রান করেন নাজমুল হোসেন শান্ত।

দলপতি মাহমুদউল্লা (৩) আর আরিফুল হক (০) বিদায় নিলেও একপ্রান্তে দাঁড়িয়ে ব্যাট চালান ডেভিড উইসি। মাঝে ইয়াসির শাহ ৮ রান করে ফেরেন। শেষ ওভারে বিদায় নেওয়ার আগে ডেভিড উইসি ২৫ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৩৮ রান। তাইজুল ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন।

সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ৪ ওভারে ৩৭ রান খরচায় কোনো উইকেট পাননি। ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট পান আরেক পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। অলোক কাপালি ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। দলপতি সোহেল তানভীর ৩ ওভারে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। আবারো একাদশে ফিরে নাসির হোসেন ১ ওভারেই খরচ করেন ১৯ রান, থাকেন উইকেটশূন্য। পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

সারাবাংলা/এমআরপি

খুলনা টাইটান্স বিপিএল ২০১৯ সিলেট সিক্সার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর