Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে পারফর্ম করেই নিউজিল্যান্ড সিরিজে তাসকিন


২৩ জানুয়ারি ২০১৯ ১৯:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলের চলতি আসরে বল হাতে রীতিমতো উড়ছেন তাসকিন আহমেদ। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সেরা শিকারির তালিকায় আছেন দুই নাম্বারে। ইনজুরি বাগড়ায় গেল বছরের ৯ মাস জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলের এই পারফরম্যান্সই তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে জায়গা করে দিয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানালেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘তাসকিন অনেক দিন ধরে ইনজুরিতে ছিল। সে বিসিবির পুনর্বাসন কর্মসূচির আওতায় ছিল। ওকে আমরা যথেষ্ট নার্সিং করেছি। তারপর ইনজুরি কাটিয়ে বিপিএলে ভালো করেছে। আমাদের একটা পরিকল্পনা আছে, প্রথমে চিন্তা করেছিলাম লঙ্গার ভার্সনের জন্য। যেহেতু এখন খেলে যাচ্ছে। সামনে ওয়ানডে সিরিজ আছে। আমরা ওয়ানডে সিরিজের জন্য তাকে দেখেছি। সামনে দেখব কেমন করে, তারপর অন্য চিন্তা করব।’

বলা বাহুল্যই হবে চোট জর্জর শরীরে গেল বছরের পুরোটাই ছন্নছাড়া কেটেছে স্পিডস্টার তাসকিনের। মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলতে গিয়ে পিঠে ব্যথা পেয়েছিলেন। সেই চোট সেরে উঠতে না উঠতেই ১৪ জুলাই আবাহনীর মাঠে ঐচ্ছিক অনুশীলনে চোট পান ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে। বলের আঘাতে দুই আঙ্গুলের মাঝখানে ফেটে যায়।

ক্ষতে প্রলেপ পড়ায় ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন আয়ারল্যান্ড সফরে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সেখান থেকেও অক্ষত হয়ে ফেরা হয়নি। ওয়ানডে সিরিজে পিঠের পুরোণো ব্যথা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। চিকিৎসকের পরামর্শে আপাতকালীন সমাধান মিললেও একই ম্যাচে থার্ডম্যানে ফিল্ডিং করার সময় বল থ্রো করতে গিয়ে হাতের তালু ফেটে যায়।

বিজ্ঞাপন

বিড়ম্বনার শেষ এখানেই নয়। লাল সবুজের ক্রিকেটের মেইন বোলার হয়েও ইনজুরি বাগড়ায় এশিয়া কাপের ৩১ সদস্যের দলে তার জায়গা মেলেনি।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

তাসকিন বাংলাদেশ-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর