টেস্ট দলে ফিরলেন তাসকিন; সৌম্য, ইমরুল বাদ
২৩ জানুয়ারি ২০১৯ ১৮:০৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:৩৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে সদস্য সংখ্যা আরো একজন বাড়ানো হবে। ১০ দিন পর তার নাম ঘোষণা করা হবে। দলে ফিরেছেন বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে বল হাতে কাঁপন ধরানো পেসার তাসকিন আহমেদ।
আর বাদ পড়েছেন ইমরুল কায়েস,সৌম্য সরকার ও আরিফুল হক। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা আবু জায়েদ রাহি ফিরেছেন এবারের স্কোয়াডে।
২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশ। ৮ মার্চ ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। আর তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ১৬ মার্চ ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের ১৫ সদস্যের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক),তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনীক, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি