Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীকে হারিয়ে শীর্ষে মুশফিকের চিটাগং


২৩ জানুয়ারি ২০১৯ ১৭:০৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৭:৪১

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিজেদের ষষ্ঠ জয় তুলে নিলো চিটাগং ভাইকিংস। বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আসরের ২৭তম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে মুশফিকবাহিনী। আর এই জয়েই ঢাকা ডায়নামাইটসকে ছাড়িয়ে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে চিটাগং।

মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং দলের অধিনায়ক মুশফিকুর রহিম। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে রাজশাহী। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকরা (১৫৯/৪)।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারায় চিটাগং। ওপেনার মোহাম্মদ শাহজাদ ২৫, ক্যামেরন ডেলপোর্ট ১ ও ইয়াসির আলী ৩ রান করে আউট হন। এরপর নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে করে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দলীয় ৭১ রানে ব্যক্তিগত ২৩ রানে ফেরেন জাদরান।

এরপর ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে সঙ্গে করে ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। ৩৯ বলে ৬ বাউন্ডারিতে অর্ধশতক তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। মুশফিক ছাড়াও এই ম্যাচে ব্যাট হাতে বড় কৃতিত্ব আছে মোসাদ্দেকের। ২৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। চলতি বিপিএলে এটি আর সর্বোচ্চ ইনিংস।

রাজশাহীর হয়ে ৪ ওভারে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরাফাত সানি। আর একটি উইকেট নেন মিরাজ।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই দুটি উইকেট হারায় রাজশাহী। সৌম্য ৩ ও মার্শাল আইয়ুব ১ রান করে আউট হন। এরপর রায়ান টেন ডেসকাটেকে সঙ্গে করে দলের হাল ধরেন আগের ম্যাচে শতক পাওয়া ওপেনার লরি ইভান্স। তবে দলীয় ৬২ রানে ব্যক্তিগত ২৮ রানে ফেরেন ডেসকাটে। ১০ রানের ব্যবধানে ব্যক্তিগত ৫ রানে ফেরেন জাকির হোসেন।

তবে একদিন থেকে ব্যাট চালাতে থাকেন ইভান্স। ক্রিস্টিয়ান জোঙ্কার সঙ্গে করে ব্যাটে ঝড় তোলেন তিনি। তবে দলীয় ১১৯ রানে তাকে থামিয়ে দেন খালেদ আহমেদ। তার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭৪ রানে ফেরেন ইভান্স। ৫৬ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ রানের এই ইনিংস খেলেন তিনি।

এরপর ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। জোঙ্কারের ঝড়ো ব্যাটিংয়ে দু’জনের ৩৮ রানের জুটিতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন ইভান্স। আর ৪ বলে দুই চারে ১০ রান করে অপরাজিত থাকেন মিরাজ।
চিটাগংয়ের খালেদ আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়াও ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, ও আবু রায়েদ রাহী ১টি করে উইকেট নেন।

এ নিয়ে সাত ম্যাচের ছয়টিতে জয় তুলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মুশফিকের চিটাগং। আর নিজেদের আট ম্যাচের চারটিতে জয় তুলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে মেহেদী হাসান মিরাজের দল রাজশাহী।

সারাবাংলা/এসএন

চিটাগং ভাইকিংস বিপিএল ২০১৯ রাজশাহী কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর