মার্চের আগে ফেরা হচ্ছে না ডেলে আলীর
২৩ জানুয়ারি ২০১৯ ১২:২০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১২:২২
।। স্পোর্টস ডেস্ক ।।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার ডেলে আলী। এবার ইংলিশ ক্লাবটি নিশ্চিত করেছে, মার্চের আগে ফেরা হচ্ছে না তার।
গত রোববার (২০ জানুয়ারি) প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে টটেনহ্যামের জয়ের দিনে ইনজুরিতে পড়েন ডেলে আলী। এরপর ম্যাচের ৮৬ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। স্ক্যান শেষে জানা গেছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে।
এক বিবৃতিতে টটেনহ্যাম জানিয়েছে, ‘স্ক্যান শেষে আমরা নিশ্চিত করছি, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে ডেলে আলী। রোববারের ম্যাচের সময় সে ইনজুরিতে পড়ে। এখন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে মার্চের শুরুতেই দলের সঙ্গে তাকে ট্রেনিংয়ে দেখা যাবে।’
২২ বছর বয়সি ইংলিশ এই তারকা মিডফিল্ডার চলতি মৌসুমে টটেনহ্যামের জার্সিতে ২৫ ম্যাচ খেলে গোল পেয়েছেন ৭টি। আবারো দলের জার্সিতে তাকে দেখতে সমর্থকদের অপেক্ষায় থাকতে হচ্ছে মার্চ পর্যন্ত।
সারাবাংলা/এসএন