বল ব্যাটে লাগলে কী ওয়াইড?
২২ জানুয়ারি ২০১৯ ২২:০৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৪:২১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
বিপিএল মানেই তো বিতর্ক। আম্পায়ারিং নিয়ে বিতর্ক, ফিক্সার নিয়ে বিতর্ক, রিভিউ সিস্টেম নিয়ে বিতর্ক। কত বিতর্ক। আপাতদৃষ্টিতে মঙ্গলবারও (২২ জানুয়ারি) তার ব্যতিক্রম দেখা গেল না। সেটা অবশ্য আম্পায়ারিং নিয়ে।
ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে অদ্ভূতুরে এক সিদ্ধান্ত দিয়ে বসলেন শ্রীলঙ্কান আম্পায়ার রানমোরে মার্টিনেজ।
কুমিল্লার দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা ঢাকার ইনিংসের অষ্টম ওভারে অফস্পিনার মেহেদী হাসানের করা চতুর্থ বলটিতে (অফস্টাম্পের অনেকটা বাইরে) কাট করেন ডউরিচ রাসুলি।
বল ব্যাটের ভেতরের কানায় লেগে গড়িয়ে গড়িয়ে জমে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের গ্লাভসে। কিন্তু আম্পায়ার করে বসেন ওয়াইড কল! পরে জানা যায়, মেহেদী হাসান বল করার মুহূর্তে আম্পায়ারের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাতে ঠিকমতো ডেলিভারিটি দেখতে পারেননি আম্পায়ার মার্টিনেজ। কুমিল্লার ফিল্ডাররা অভিযোগ করলেও মেহেদীকে পরের বলটি করার নির্দেশ দেন আম্পায়ার।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি