Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের অধিনায়ক সোহেল তানভীর


২২ জানুয়ারি ২০১৯ ১৫:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

কনুইয়ের ইনজুরিতে পড়ে সিলেট পর্ব শেষ করেই দেশে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। দেশে ফিরেই ছুরি কাচির নিচে যেতে হবে সাবেক এই অজি সহকারি অধিনায়ককে। তার চলে যাওয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে সিক্সার্সকে। এবং আশার কথা হলো ঢাকা পর্বের আগেই তাদের কান্ডারি পেয়ে গেছে। পাকিস্তানের অভিজ্ঞ পেসার সোহেল তানভীর নেতৃত্ব দেবেন সিলেটকে।

তার নেতৃত্বেই বুধবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের মোকাবেলা করবে সিলেট সিক্সার্স।

মঙ্গলবার (২২ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তানভীর বলেন,‘অধিনায়কত্ব আমার কাছে নতুন কিছু নয়। আমি অসংখ্য ম্যাচে আমার স্থানীয় দলকে নেতৃত্ব দিয়েছি। কানাডা লিগেও অধিনায়ক ছিলাম। কিন্তু বিপিএলে এই দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক সম্মানের। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, তারা আমার উপর ভরসা করেছেন। আমি চেষ্টা করবো ভালো করার।’

বিপিএলে প্রথম সাত মাচ খেলে ডেভিড ওয়ার্নার করেছেন তিনটি হাফসেঞ্চুরি। তাতে তার ব্যক্তিগত সংগ্রহের ঝুলিটা সমৃদ্ধ হলেও পয়েন্ট টেবিলে দলের অবস্থান সুসংহত করে যেতে পারেননি। কেননা তার অধিনয়াকত্বে জিতেছে মাত্র দুটি মাচ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে বাকি পাঁচ ম্যাচের মধ্যে অন্তত তিন-চারটিতে জিততেই হবে তাদের। এমন কঠিন সমীকরণের মারপ্যাঁচের মধ্যেও আশা ছাড়ছেন না নতুন অধিনায়ক।

‘এ মুহুর্তে আমাদের দল ভালো অবস্থানে নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দলকে উজ্জীবিত রাখতে হবে। আমরা হয়তো জয়ের দিক থেকে একটা বা দুইটা ম্যাচ পিছিয়ে আছি। যদি মোমেন্টাম পাওয়া যায় ক্রিকেটে কী হবে কেউ বলতে পারে না। প্রতিটি টুর্নামেন্টেই শেষ ম্যাচে গিয়ে নির্ধারণ হয় পরের ধাপে কারা কারা যাচ্ছে। যে কারণে বলছি আমরা ভালো জায়গায় দাঁড়িয়ে না থাকলেও চেষ্টা করবো টানা দুটি ম্যাচ জিততে।’

বিজ্ঞাপন

ক্যারিয়ারে সবমিলিয়ে ৩০৪টি টি-টোয়েন্টি খেলে সোহেল তানভীর শিকার করেছেন ৩০৫ উইকেট।

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিপিএল ২০১৯ সিলেট সিক্সার্স সোহেল তানভীর