পারিবারিক কারণে দেশে ফিরলেন মালিঙ্গা
২২ জানুয়ারি ২০১৯ ১৪:০৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৪:১০
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই দেশে ফিরলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। গত ১৪ জানুয়ারি খুলনা টাইটান্স দলের সঙ্গে যোগ দেওয়ার পর সোমবার (২১ জানুয়ারি) পারিবারিক কারণে দেশে ফিরলেন তিনি।
বিপিএলের গত আসরে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্সের হয়ে খেলেন মালিঙ্গা। এবার দেড় লাখ মার্কিন ডলারে তাকে দলে নেয় খুলনা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নামেন মালিঙ্গা। তবে এই দুটি ম্যাচ খেলেই দেশের ফিরতে হলো তাকে। বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইটান্সের ম্যানেজমেন্ট।
খুলনার হয়ে এবারের আসরে দুটি ম্যাচে মাঠে নেমে মাত্র একটি উইকেট পান লঙ্কান এই পেসার।
নিজেদের সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়ে টেবিলের একেবারে তলানিতে আছে মাহমুদউল্লাহ’র দল খুলনা। তাই এলিমিনেটর রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা অনেকটাই নেই বলা যায়। মঙ্গলবার (২২ জানুয়ারি) নিজেদের অষ্টম ম্যাচে মাশরাফির দল রংপুরের বিপক্ষে লড়ছে খুলনা।
রংপুরের বিপক্ষে খুলনা টাইটান্স একাদশ :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, আল আমিন, ডেভিড উইস, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ইয়াসির আলী, শুভাশিস রায় ও জুনায়েদ খান।
সারাবাংলা/এসএন