Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবিটহোলে দেখুন জ্বলে উঠার মুহূর্তগুলো


২০ জানুয়ারি ২০১৯ ১৭:২৫

।। স্পোর্টস ডেস্ক ।।

১৫ জানুয়ারি সিলেট খুলনা টাইটান্স আর রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএল ষষ্ঠ আসরের সিলেট পর্ব। তার আগে ১৪টি ম্যাচ হয়েছে রাজধানী ঢাকায়। সিলেটে চারদিনে গড়িয়েছে ৮টি ম্যাচ। শনিবার (১৯ জানুয়ারি) চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটের আয়োজন শেষ হয় । বিপিএল আবার ফিরছে ঢাকায়।

ঢাকার দ্বিতীয় পর্বে অংশ নিতে দলগুলো কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আসার কথা রয়েছে। ২১ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হতে হবে রাজশাহী কিংসকে। ঢাকার দ্বিতীয় পর্বের শেষ হবে ২৩ জানুয়ারি, খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সেরে ম্যাচ দিয়ে। ঢাকার দ্বিতীয় পর্বে ম্যাচ হবে আরও ছয়টি।

এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি থেকে চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম পর্ব শেষে ১ ফেব্রুয়ারি দলগুলো ঢাকায় ফিরবে। আর ২ ফেব্রুয়ারি থেকে মিরপুরে গড়াবে বিপিএলে ঢাকার তৃতীয় ও শেষ পর্ব।

সিলেট পর্বে ব্যক্তিগত অর্জনে তারকারা ছিলেন এগিয়ে। তারই কিছু হাইলাইটসে আবারো চোখ বুলিয়ে নেওয়া যাক।

চিটাগং ভাইকিংস-খুলনা টাইটান্সের বিগ স্কোরিং ম্যাচে চার-ছক্কার ফুলঝুড়ি:
https://www.youtube.com/watch?v=G2nxM0aN3h4

মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটি:
https://www.youtube.com/watch?v=rNx-w_VZA-U

মুশফিকের দুর্দান্ত ফিফটি:
https://www.youtube.com/watch?v=qs6eQgWTU8I

ইয়াসির আলির ব্যাটিং তাণ্ডব:
https://www.youtube.com/watch?v=jAuXrcQ7LFM

মুশফিকদের উইনিং মোমেন্ট:
https://www.youtube.com/watch?v=dnqM5zgSK9E

সাব্বিরের ৫১ বলে ৮৫ রানের ইনিংস:
https://www.youtube.com/watch?v=_ZPQfLq7v8k

তাসকিনের দ্বিতীয়বার চার উইকেট:
https://www.youtube.com/watch?v=rLchbpBzVlw

বিজ্ঞাপন

রিলে রুশোর ব্যাটিং টর্নেডো:

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি। এছাড়া ইউটিউবে র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল র‍্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র‍্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।

অপরদিকে, দেশের সব এলাকা থেকেই এই চারটি প্ল্যাটফর্মে বিপিএলের ম্যাচগুলো লাইভ দেখা যাচ্ছে। এছাড়া প্রবাসী দর্শকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। নির্ধারিত কিছু দেশ থেকে প্রবাসী দর্শকেরা ম্যাচগুলো উপভোগ করতে পারেন ইউটিউবের এক বিশেষ লাইভ লিংকে! শুধু ম্যাচই নয়, এর বাইরে ক্রিকেট ভক্তদের দেশের নানা প্রান্তের আঞ্চলিক ভাষায় জমজমাট আড্ডার আয়োজন ‘ক্রিকেট তক্ক’ দেখা যাবে জিটিভি ও ইউটিউবে র‍্যাবিটহোলবিডির আরেকটি চ্যানেল ‘র‍্যাবিটহোল টিভি শো’ (লিংক– https://goo.gl/gqk8UV)

এছাড়াও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে পাওয়া যাচ্ছে প্রতিদিনের খেলা শেষে প্রতিটি ম্যাচের তাৎক্ষণিক আপডেট, ফুল হাইলাইটস, ব্যাটিং ও বোলিং রেকর্ড, ম্যাচজয়ী ইনিংস, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সহ সবধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট।

এক নজরে দেখে আসা যাক বিপিএলের ম্যাচগুলো লাইভ দেখা যাচ্ছে কোন কোন লিংকে:

বিপিএলের সবগুলো ম্যাচ ও হাইলাইটস দেখতে চোখ রাখুন Rabbithole Sports চ্যানেলে –
https://goo.gl/3CtJFc

বাংলাদেশের যে কোন জায়গা থেকে মূল ধারাভাষ্যে শুনতে ক্লিক করুন:
https://goo.gl/a7HMYi

বাংলায় শুনতে ক্লিক করুন:
https://goo.gl/1JYxLn

বাংলাদেশের বাইরে নির্দিষ্ট জায়গা থেকে প্রবাসী বাঙ্গালীরা দেখতে ক্লিক করুন:
http://y2u.be/xi3uJ1CDYWk (Outside Bangladesh)

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিপিএল ২০১৯ র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর