Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসিকে হারালো আর্সেনাল, ইউনাইটেডের টানা জয়


২০ জানুয়ারি ২০১৯ ০৫:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। শনিবার (১৯ জানুয়ারি) চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিলো উনাই এমেরির ছাত্ররা। তাতে অবশ্য সেরা চারে থেকে মৌসুম শেষ করার কিছুটা হলেও আশা থাকছে তাদের।

এমিরেটস স্টেডিয়ামে এই ম্যাচের ১৪ মিনিটে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও ৩৯ মিনিটে গোল করেন লরেন্ত কোসসিয়েলনি। তাতেই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

অবশ্য বিরতির পর আর কোনো গোল হয়নি। তাতেই জয় নিয়েই মাঠ ছাড়ে উনাই এমেরির দল।

এই ম্যাচে জয় তুলে ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে চেলসি।

দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে গোল করেন ফরাসি তারকা পল পগবা ও ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড।

ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচ জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম ম্যাচ জয়ের স্বাদ পেল উলা গুনার সুলশারের ছাত্ররা।
এ নিয়ে ২৩ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে আছে ইউনাইটেড।

সারাবাংলা/এসএন

আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি ব্রাইটন ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর