Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল আবারো ফিরছে ঢাকায়


১৯ জানুয়ারি ২০১৯ ২২:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ২২:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

গেল ১৫ জানুয়ারি সিলেট খুলনা টাইটান্স আর রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএল ষষ্ঠ আসরের সিলেট পর্ব। তার আগে ১৪টি ম্যাচ হয়েছে রাজধানী ঢাকায়। সিলেটে চারদিনে গড়িয়েছে ৮টি ম্যাচ। তবে, বিসিবির আয়োজন ছিল ৭ দিনের।

শনিবার (১৯ জানুয়ারি) চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটের আয়োজন শেষ হলো । বিপিএল আবার ফিরছে ঢাকায়।

ঢাকার দ্বিতীয় পর্বে অংশ নিতে দলগুলো শনিবার (১৯ জানুয়ারি) ও রোববার (২০ জানুয়ারি) কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আসার কথা রয়েছে। অবশ্য রাজশাহী কিংস ঢাকায় পৌঁছেছে আগেই। গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ঢাকায় এসে শুক্রবার (১৮ জানুয়ারি) বিশ্রাম নিয়ে শনিবার (১৯ জানুয়ারি) অনুশীলনও করেছে। কারণটিও কম যৌক্তিক নয়। ২১ জানুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হতে হবে তাদের।

ঢাকার দ্বিতীয় পর্বের শেষ হবে ২৩ জানুয়ারি, খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সেরে ম্যাচ দিয়ে। ঢাকার দ্বিতীয় পর্বে ম্যাচ হবে আরও ছয়টি।

এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। ২৫ জানুয়ারি থেকে চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম পর্ব শেষে ১ ফেব্রুয়ারি দলগুলো ঢাকায় ফিরবে। আর ২ ফেব্রুয়ারি থেকে মিরপুরে গড়াবে বিপিএলে ঢাকার তৃতীয় ও শেষ পর্ব।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর