Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়ানডেতে পাকিস্তান আমাদের চেয়ে শক্তিশালী’


১৮ জানুয়ারি ২০১৯ ২০:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার সফরকারীদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। তবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ সহজ হবে না বলে মনে করছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওয়ানডেতে নিজের দলের চেয়ে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ওয়ানডেতে থাকছেন না তারকা পেসার ডেল স্টেইন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সিরিজের আগে অনুশীলনের পর দল নিয়ে কথা বলেছেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘আমরা এখনো দলের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি। কুইন্টন (ডি কক) ও ডেল (স্টেইন) প্রথম দুই ম্যাচে থাকছে না। এটা সময়ে আমরা আমাদের দলের জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবো।’

এই সিরিজ দিয়ে ওয়ানডেতে অভিষেকের সুযোগ থাকছে স্টেইনের বদলে একাদশে জায়গা পাওয়া পেসার ডুয়েন অলিভিয়ের। ডি ককের অনুপস্থিতিতে উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন হেনরিখ ক্লাসেন। বিশ্বকাপের আগে দলের দারুণ পরীক্ষা হবে বলেই মনে করেন ডু প্লেসিস। তিনি বলেন, ‘ওয়ানডেতে পাকিস্তান দারুণ একটা দল। তাদের ওয়ানডে দলটা যথেষ্ট শক্তিশালী। এই সিরিজটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জের হবে। স্পিনের বিপরীতে ভালো খেলতে পারে পাকিস্তান। তাই এই সিরিজটা আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা যথেষ্ট ভালো হবে।’

আগামী ১৯ জানুয়ারি (শনিবার) পোর্ট এলিজাবেথে প্রথম ওয়ানডে এবং ২২ জানুয়ারি (মঙ্গলবার) ডার্বানে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:

বিজ্ঞাপন

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, এইডেন মারক্রাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডেন প্যাটারসন, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ডুয়েন অলিভিয়ের ও ভ্যান ডার ডুসেন।

সারাবাংলা/এসএন

ওয়ানডে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর