Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতলো ঢাকা, ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব


১৮ জানুয়ারি ২০১৯ ১৭:৩২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৭:৫২

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের নিজেদের পঞ্চম জয় তুলে নিলো লিগ টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। শুক্রবার (১৮ জানুয়ারি) আসরের ১৯তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিবের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে সিলেট। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা (১৬৩/৪)।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানেই ৩ উইকেট হারায় ঢাকা। ওপেনার মিজানুর রহমান ১ ও সুনীল নারাইন ২০ রানে ফেরেন। আর রনি তালুকদার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে।

এরপর দারউইশ রাসুলিকে সঙ্গে করে এগুতে থাকেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দলীয় ১১২ রানে ব্যক্তিগত ১৯ রান নিয়ে ফেরেন রাসুলি। এরপর সাকিবের সঙ্গে ব্যাটিংয়ে আসেন আন্দ্রে রাসেল। দুজন মিলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় সাকিব অপরাজিত থাকেন ৬১ রানে। তার সঙ্গে ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন রাসেল।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে সিলেটের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান মিলে ওপেনিং জুটিতে ৩৮ রান করেন। তবে এরপর রান যোগ হওয়ার আগে দু’জন আউট হয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে লিটন ২৭ ও সাব্বির ১১ রান করেন।

এরপর দলের রানের সঙ্গে ১৯ রান যোগ করে দলীয় ৭৮ রানে ফেরেন আফিফ হোসেন। এরপর অলক কাপালি (০) ও নিকোলাস পুরান (৬) আউট হয়ে ফিরলেও সাকের আলোকে সঙ্গে করে দলের হাল ধরেন অধিনায়ক ওয়ার্নার। দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৪৯ রানে ফেরেন অজি এই ব্যাটসম্যান। ফেরার আগে ৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ঝড়ো ইনিংস খেলেন সিলেট অধিনায়ক।

বিজ্ঞাপন

এরপর ব্যক্তিগত ২৫ রানে জাকের আলী এবং তাসকিন ফেরেন ১ রানে। তাতেই সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৮ রান।

ঢাকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সাকিব আল হাসান। এছাড়াও একটি করে উইকেট পান আন্দ্রে রাসেল, অ্যান্ড্রু বির্চ, সুনীল নারাইন ও রুবেল হোসেন।

ম্যাচসেরা নির্বাচিত হন ব্যাট হাতে ৬১ ও বল হাতে ২ উইকেট নেয়া ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

সারাবাংলা/এসএন

ঢাকা ডায়নামাইটস বিপিএল ২০১৯ সিলেট সিক্সার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর