Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নারও দেশে ফিরে যাচ্ছেন!


১৭ জানুয়ারি ২০১৯ ১২:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

‘গলফার্স এলবো’ নামক ইনজুরি হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠায় বিপিএল শুরু না হতেই শেষ হয়ে গেছে সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মাত্র দুই ম্যাচ খেলে দেশ ফিরে গেছেন এই ভিক্টোরিয়ান্স দলপতি। সেই কনুইয়ের ইনজুরিতে পড়ে এবার দেশে ফিরতে হচ্ছে সিলেট সিক্সার্সের অজি টপ অর্ডার ডেভিড ওয়ার্নারকে।

ইনজুরির প্রকৃত অবস্থা জানতে আগামি ২১ জানুয়ারি (সোমবার) তিনি অস্ট্রেলিয়ার পথে উড়াল দেবেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে খবরটি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে ইনজুরি অ্যাসেসমেন্ট শেষ হলে অস্ট্রেলিয়া থেকে তিনি আর বিপিএলে ফিরবেন কী না সে বিষয়ে কিছুই উল্লেখ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ওয়েবসাইট।

বিষয়টি জানতে সিলেট সিক্সার্স টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ‘ওয়ার্নারের ইনজুরি ইস্যু আছে সেটা আমরা জানি। কিন্তু তিনি দেশে ফিরে যাবেন কী না, কিংবা বিপিএলে আর খেলবেন কী না এই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি।’

সারাবাংলা/এমআরএফ/এসএন

ডেভিড ওয়ার্নার বিপিএল ২০১৯ সিলেট সিক্সার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর