Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজির সঙ্গে চুক্তি শেষেই অবসরে যাবেন কাভানি!


১৫ জানুয়ারি ২০১৯ ১৬:৩০

।। স্পোর্টস ডেস্ক ।।

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ২০১৩ সাল থেকে খেলছেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত। এরপর ফরাসি এই ক্লাবের সঙ্গে চুক্তি শেষে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন কাভানি। এই চুক্তি শেষে অবসরেও যেতে পারেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

ক্লাবের হয়ে ছন্দময় সময় কাটছে কাভানির। সতীর্থ নেইমার-এমবাপেদের সঙ্গী হিসেবেই আছেন ৩১ বছর বয়সি এই স্ট্রাইকার। ২০১৩ সালে ক্লাব নাপোলি থেকে পিএসজিতে এসে সবমিলিয়ে ২৬৫ ম্যাচে মাঠে খেলেছেন এই উরুগুইয়ান। যেখানে ১৮৪ গোল আছে তার।

পিএসজির হয়ে সব ধরণের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড আছে কাভানির। এর আগে রেকর্ডটি ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের দখলে।

গুঞ্জন উঠেছিল পিএসজি থেকে কাভানিকে দলে নিতে চাইছে ক্লাব নাপোলি। তবে চুক্তি শেষে ঠিক কি করবেন সেটা নিশ্চিত করেননি তিনি, ‘বর্তমানে আমি চুক্তির শেষ পর্যন্ত (২০২০) খেলার কথা ভাবছি, আবার হয়তো ক্যারিয়ারের শেষ পর্যন্তও।’

চুক্তি শেষ হতে হতে আমার বয়স গিয়ে দাঁড়াবে ৩৩ বছরে। আমি এখনো জানি না ২০২০ সালের পর খেলা চালিয়ে যাবো কিনা, যদি চালিয়ে যাই তাহলে সেটা হবে প্যারিসেই। এখানে আমি ভালো আছি এবং আমি চাইবো এখানেই চুক্তি হোক।’

সারাবাংলা/এসএন

এডিনসন কাভানি পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর