Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চে রিয়াল-বার্সার এল ক্লাসিকো


১৪ জানুয়ারি ২০১৯ ১৮:১৫

।। স্পোর্টস ডেস্ক ।।

এল ক্লাসিকো। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই। ‘এল ক্লাসিকো’ এর পরিসংখ্যানটা হয়তো অনেকেরই মুখস্ত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে উন্মাদনা ছড়ায় বিশ্বজুড়ে। স্প্যানিশ এল ক্লাসিকোতে আবারো মাঠে নামবে বার্সা-রিয়াল। আসন্ন এল ক্লাসিকোর নতুন সূচি প্রকাশ করেছে লা লিগার কর্তৃপক্ষ। যা হবে লিগের দ্বিতীয় এল ক্লাসিকো।

আগের এল ক্লাসিকোতে জিতেছিল বার্সা। গত বছর ২৮ অক্টোবর বার্সার মাঠে আতিথ্য নিয়ে রিয়াল হেরেছিল ৫-১ গোলের বড় ব্যবধানে। বার্সার হয়ে গোল করেন কুতিনহো (১১ মিনিট), সুয়ারেজ (পেনাল্টি ৩০ মিনিট, ৭৫ মিনিট, ৮৩ মিনিট) এবং আরতুরো ভিদাল (৮৭ মিনিট)। রিয়ালের হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৫০তম মিনিটে, গোলটি করেন মার্সেলো। এবার রিয়ালের মাঠে আতিথ্য নেবে বার্সা।

বিশ্ব ফুটবলে ‘শুধুই তিন পয়েন্টের ম্যাচ নয়’ প্রবাদটি চালু করেছে স্প্যানিশ দুই জায়ান্ট দল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা আর রিয়াল। স্প্যানিশ তথা পুরো বিশ্বের দুই জায়ান্ট ক্লাব বার্সা আর রিয়াল মুখোমুখি মানেই স্নায়ুর ওপর ঝড় বয়ে যাওয়া। দুই দলের মুখোমুখি লড়াই প্রতিবারই মর্যাদা পায় ‘হাইভোল্টেজ এল ক্লাসিকো’ হিসেবে।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস লিগের দ্বিতীয় এল ক্লাসিকোর সূচি নিশ্চিত করেছেন। আগামী ২ মার্চ বার্সা-রিয়াল মুখোমুখি হবে। এর তিনদিন পর রিয়ালের রয়েছে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আয়াক্সের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৫ মার্চ আতিথ্য নেবে ডাচ ক্লাবটি।

বিজ্ঞাপন

এল ক্লাসিকো মানেই বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে অন্য রকম আকর্ষণ। যেকোনো মানদণ্ডেই ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্খিত দ্বৈরথ এল ক্লাসিকো। বার্সা-রিয়াল মুখোমুখি হলে ৯০ মিনিটের জন্য থমকে যায় গোটা ফুটবলবিশ্ব।

সারাবাংলা/এমআরপি

এল ক্লাসিকো রিয়াল-বার্সা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর