Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি বার্সেলোনাতেই থাকতে চাই’


১৪ জানুয়ারি ২০১৯ ১৫:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

বার্সেলোনার জার্সিতে ২০১২ সাল থেকে মাঠে নামছেন স্প্যানিশ লেফট ব্যাক জর্ডি আলবা। কাতালানদের সঙ্গে চুক্তির বাকি আছে আর বছর খানেক। এখনো নতুন চুক্তি হয়নি। তবে বার্সায় হয়েই খেলে যেতে চান বলে জানিয়েছেন এই স্প্যানিশ।

এরই মধ্যে বার্সার সঙ্গে নতুন চুক্তি শেষ হয়েছে জেরার্ড পিকে ও সার্জিও বুসকেটসের। এবার ক্লাবের সঙ্গে নিজের চুক্তির দিকে তাকিয়ে আছেন আলবা। স্প্যানিশ গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবকিছুই এখনো আমার কাছে একই আছে। আমার সঙ্গে দলের চুক্তির আর এক বছর বাকি, তবে ক্লাব কি ভাবছে সেটা আমি এখনো জানিনা।’

‘আমি এ নিয়ে কিছু বলছি না। তারা আমার সঙ্গে নতুন চুক্তি করবে কিনা সেটা দেখার অপেক্ষা। আমি এই ক্লাবকে (বার্সেলোনা) অনেক ভালোবাসি ও সাপোর্ট দিই। তাই এখানে থাকতে চাই, তবে সেটা ক্লাব ঠিক করবে।’

কাতালানদের জার্সিতে ১৮০টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সি আলবা। যেখানে ৭টি গোল আছে তার। ক্লাবের হয়ে জিতেছেন ১৩টি শিরোপা।

সারাবাংলা/এসএন

জর্ডি আলবা বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর