Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলার সুযোগ সবাই পাবে: সোলারি


১৪ জানুয়ারি ২০১৯ ১৪:২৩

।। স্পোর্টস ডেস্ক ।।

রিয়াল মাদ্রিদের হয়ে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। দলের সাত ফুটবলার ইনজুরিতে পড়ার পরও লা লিগার ম্যাচে রোববার (১৩ জানুয়ারি) রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে তাকে কেন মাঠে নামানো হয়নি এমন প্রশ্ন ওঠে। তবে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের সঙ্গেই ব্যক্তিগত কোনো সমস্যা নেই, সবাই খেলার সুযোগ পাবে।

দলের ইনজুরির কারণে স্কোয়াড সাজাতে বেশ ভাবতে হয়েছে সোলারিকে। তবে এই অবস্থাতেও ইসকোকে একাদশে না রাখায় প্রশ্ন উঠেছে কোচ সোলারির সঙ্গে তার সম্পর্ক নিয়ে। তবে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন রিয়াল কোচ। স্প্যানিশ গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক খেলোয়াড়ই ইনজুরিতে আছে, বিশেষ করে অ্যাটাকিংয়ে থাকা খেলোয়াড়রা। তাই ম্যাচ জয়ের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে।’

নিজের পরিকল্পনা মতোই একাদশ সাজিয়ে চলেছেন সোলারি। তাই একাদশ যাই হোক, দলের জয়টাই চান বলে জানান এই কোচ, ‘আমাদেরকে আলাদা আলাদা তিনটি প্রতিযোগিতায় খেলতে হচ্ছে। তিন দিনের মধ্যে আরেকটি ম্যাচ আছে আমাদের, তাই খেলোয়াড়রা সুযোগ পাবেই। কারো সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। কেউ খেলতে পারবে, আবার কেউ পারবে না। আমি আবারও বলছি, একাদশ যাই হবে সেটা নিয়েই আমাদেরকে ভালো করতে হবে। সবাই খেলতে পারবে এবং সবাই এই দলেরই লোক। এখানে আসার প্রথম দিন থেকেই এই কথা বলেছি।’

সারাবাংলা/এসএন

ইসকো রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো সোলারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর