Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা পর্ব শেষে বিপিএলে এগিয়ে কারা


১৪ জানুয়ারি ২০১৯ ১৪:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

বিপিএলের ষষ্ঠ আসরে ঢাকা পর্বের প্রথম ১৪টি ম্যাচ শেষ। বিপিএল চলে যাচ্ছে সিলেটে। ২১ জানুয়ারি আবারো বিপিএলের এই টুর্নামেন্ট ফিরবে ঢাকায়। এরপর চট্টগ্রাম হয়ে শেষ দিকের ম্যাচগুলো গড়াবে রাজধানীতেই। ১৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কারা এগিয়ে আর ব্যাটে-বলেই বা কারা এগিয়ে দেখে নেওয়া যাক।

পয়েন্ট টেবিল
১। ঢাকা ডায়নামাইটস: ৪ ম্যাচে ৪ জয়- ৮ পয়েন্ট
২। চিটাগং ভাইকিংস: ৪ ম্যাচে ৩ জয়, ১ পরাজয়- ৬ পয়েন্ট
৩। রংপুর রাইডার্স: ৫ ম্যাচে ২ জয়, ৩ পরাজয়- ৪ পয়েন্ট
৪। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৪ ম্যাচে ২ জয়, ২ পরাজয়- ৪ পয়েন্ট
৫। রাজশাহী কিংস: ৪ ম্যাচে ২ জয়, ২ পরাজয়- ৪ পয়েন্ট
৬। সিলেট সিক্সার্স: ৩ ম্যাচে ১ জয়, ২ পরাজয়- ২ পয়েন্ট
৭। খুলনা টাইটান্স: ৪ ম্যাচের সবকটিতেই পরাজয়- ০ পয়েন্ট

সর্বোচ্চ রান
১। রিলে রুশো-রংপুর রাইডার্স: ৫ ম্যাচে ২৩০ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩, ফিফটি ২টি, ২০টি চার-৭টি ছয়
২। নিকোলাস পুরান-সিলেট সিক্সার্স: ৩ ম্যাচে ১৬৫ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭২, ফিফটি ২টি, ৯টি চার-১৪টি ছয়
৩। হজরতউল্লাহ জাজাই-ঢাকা ডায়নামাইটস: ৪ ম্যাচে ১৪০ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭৮, ফিফটি ২টি, ৮টি চার-১২টি ছয়
৪। মুশফিকুর রহিম-চিটাগং ভাইকিংস: ৪ ম্যাচে ১৩৯ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫, ফিফটি ১টি, ১০টি চার-৬টি ছয়
৫। জুনায়েদ সিদ্দিকী-খুলনা টাইটান্স: ৪ ম্যাচে ১০৭ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ৭৯, ফিফটি নাই, ১০টি চার-৫টি ছয়

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
ঢাকা ডায়নামাইটস ১৯২/৬ (২০ ওভার), রান রেট ৯.৬০, প্রতিপক্ষ খুলনা টাইটান্স-৮ জানুয়ারি-মিরপুর

সর্বোচ্চ উইকেট
১। মাশরাফি বিন মর্তুজা-রংপুর রাইডার্স: ৫ ম্যাচ ২০ ওভার, ১১৪ রানের বিনিময়ে ১০টি উইকেট
২। রবি ফ্রাইলিঙ্ক-চিটাগং ভাইকিংস: ৪ ম্যাচ ১৬ ওভার, ১২১ রানের বিনিময়ে ৯টি উইকেট
৩। শফিউল ইসলাম-রংপুর রাইডার্স: ৫ ম্যাচ ১৬.১ ওভার, ১২৫ রানের বিনিময়ে ৯টি উইকেট
৪। মোহাম্মদ সাইফুদ্দিন-কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৪ ম্যাচ ১১ ওভার, ৮৬ রানের বিনিময়ে ৭টি উইকেট
৫। তাসকিন আহমেদ-সিলেট সিক্সার্স: ৩ ম্যাচ ১২ ওভার, ৯৭ রানের বিনিময়ে ৭টি উইকেট

বিজ্ঞাপন

সর্বোচ্চ ক্যাচ
লউরি ইভান্স-রাজশাহী কিংস ৫টি, আন্দ্রে রাসেল-ঢাকা ডায়নামাইটস ৫টি, আফিফ হোসেন-সিলেট সিক্সার্স ৪টি, কাইরন পোলার্ড-ঢাকা ডায়নামাইটস ৪টি, সৌম্য সরকার-রাজশাহী কিংস ৪টি

সর্বোচ্চ রানের জুটি
১২১- রংপুর রাইডার্সের রিলে রুশো এবং মোহাম্মদ মিঠুন
১১৬- ঢাকা ডায়নামাইটসের হজরতউল্লাহ জাজাই এবং সুনীল নারাইন
১০৪*- রংপুর রাইডার্সের রিলে রুশো এবং রবি বোপারা

সারাবাংলা/এমআরপি

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর