শেষ মুহূর্তে সেবায়োসের গোলে রিয়ালের জয়
১৪ জানুয়ারি ২০১৯ ১২:২৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৩:১৭
।। স্পোর্টস ডেস্ক ।।
লা লিগায় শেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে রোববার (১৩ জানুয়ারি) রিয়াল বেটিসের বিপক্ষে শেষ মুহূর্তে দানি সেবায়োসের গোলে ২-১ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের সাত খেলোয়াড়ই আছে চোটে। আর তাই বেটিসের বিপক্ষে স্কোয়াড সাজাতেই চাপে পড়তে হয়েছিল কোচ সান্তিয়াগো সোলারিকে। আর এই ম্যাচে মাঠে নামার সুযোগ পান সেবায়োস। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সাবেক এই বেটিস খেলোয়াড়।
বেটিসের মাঠে ম্যাচের ১৩ মিনিটে লুকা মদরিচের গোলে এগিয়ে যায় রিয়াল। তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। তবে বিরতির পর স্বাগতিকদের সমতায় ফেরান সার্জিও কানালেস। তবে ম্যাচের ৮৮ মিনিটে নিজের সাবেক দলের বিপক্ষে চমক দেখিয়ে দেন দানি সেবায়োস। তার গোলেই ২-১ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে সোলারির ছাত্ররা।
এই জয়ে ১৯ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে অবস্থান করছে রিয়াল।
সারাবাংলা/এসএন