Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরেরা ঝড়ে কুমিল্লার সংগ্রহ ১৮৪


১৩ জানুয়ারি ২০১৯ ২০:২৮

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান বিপিএলের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগং ভাইকিংস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার দলপতি ইমরুল কায়েস। মুশফিকের ভাইকিংসের বিপক্ষে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ভিক্টোরিয়ান্সরা তুলেছে ১৮৪ রান।

কুমিল্লার হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং এভিন লুইস। তামিম ০ রানে বিদায়ের পর লুইস খেলেন ৩৮ রানের ইনিংস। ক্যারিবীয়ান তারকার ৩৪ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। তবে, রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় ১০ রান করেন। দলপতি ইমরুল কায়েস ২১ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ২৪ রান।

মাঝে লিয়াম ডসন ২ এবং শহীদ আফ্রিদি হিট আউট হয়ে বিদায়ের আগে করেন ২ রান। এরপর জুটি গড়েন দুর্দান্ত ফর্ম নিয়ে শ্রীলঙ্কা থেকে আজ দলে যোগ দেওয়া থিসারা পেরেরা আর সাইফুদ্দিন। পেরেরা ব্যাট হাতে নিজের প্রথম ম্যাচেই ঝড় তোলেন। আগুনে ফর্মে থাকা এই লঙ্কান ২৬ বলে ৩টি চার আর ৮টি ছক্কায় করেন ৭৪ রান। সাইফ ১৯ বলে ২টি চার আর একটি ছক্কায় করেন ২৬ রান। দুজনই অপরাজিত থাকেন। দলীয় ৮৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারানোর পর আর কোনো উইকেট হারায়নি কুমিল্লা। সাইফ-পেরেরা ৪০ বলে অবিচ্ছিন্ন ৯৮ রান করেন।

ভাইকিংসের পেসার খালেদ আহমেদ ৪ ওভারে ৩৪ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান রবি ফ্রাইলিঙ্ক, আবু জায়েদ। উইকেট পাননি নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন এবং সানজামুল ইসলাম।

বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি। এছাড়া ইউটিউবে র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল, র‍্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র‍্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র‍্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স চিটাগং ভাইকিংস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর