Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাটট্টিক ম্যান’ আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক


১২ জানুয়ারি ২০১৯ ২১:১০ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ২২:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন ঢাকা ডায়নামাইটস অফস্পিনার আলিস ইসলাম। রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস ম্যাচের আম্পায়াররা তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র শনিবার (১২ জানুয়ারি) খবরটি নিশ্চত করেছে।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানন জালাল ইউনুস জানান, ‘আলিস ইসলাম আম্পায়ারদের দ্বারা অভিযুক্ত হয়েছেন। এখন আমরা ম্যাচ রেফারির প্রতিবেদনের অপেক্ষায় আছি। কেননা তার ভবিষ্যত করণীয় জানিয়ে তিনি একটি গাইড লাইন দেবেন।’

নিয়মানুযায়ী অভিযুক্ত হওয়ার পরের ১৪ দিন পর্যন্ত কোনো বোলার খেলা চালিয়ে যেতে পারবেন। এর মধ্যেই তাকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে। এরপর বিসিবি’র বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তাদের মূল্যায়ন জানাবেন। মূল্যায়নে তিনি সত্যিকার অর্থেই অভিযুক্ত হলে বিপিএল থেকে নিষিদ্ধ হবেন।

শুক্রবার (১১ জানুয়ারি) ওই ম্যাচ শেষে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলে এই সিদ্ধান্তে উপনীত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

উল্লেখ্য, বিপিএলে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্টিক করে হিরো বনে গেছেন ঢাকা ডায়নমাইটসের অফস্পিনার আলিস আল ইসলাম। তার হ্যাটট্টিকেই রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নেয় সাকিব আল হাসান কন্টিনজেন্ট।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

‘হ্যাটট্টিক ম্যান’ আলিস বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর