সিটির এমন জয়ে নিজেই অবাক গার্দিওলা
১০ জানুয়ারি ২০১৯ ১৩:২৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৩:২৭
।। স্পোর্টস ডেস্ক ।।
গত রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে রদারহ্যামকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে আসরের শেষ ৩২ এ পা রেখেছিল ম্যানচেস্টার সিটি। এবার আবারো গোল উৎসব করে সিটিজেনরা। বুধবার (৯ জানুয়ারি) লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে ক্লাব বার্টনকে ৯-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। দলের এতো বড় জয়ে নিজেও বেশ অবাক হয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
ঘরের মাঠে দলের বড় জয়ের দিনে ৪টি গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। এছাড়াও প্রতিপক্ষের জালে একবার করে বল জড়ান কেবিন ডি ব্রুইন, জিনচেঙ্কো, ফডেন, ওয়াকার ও রিয়াদ মেহরাজ।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমরা বার্টনের বিপক্ষে বড় জয় পাবো সেটা ধারণা করেছিলাম, কিন্তু এতো গোল হবে সেটা আশা করিনি।’
এই ম্যাচে দলের বড় জয়ে খেলোয়াড়রা আত্মবিশ্বাস পাবে বলে মন্তব্য করেন সিটি কোচ, ‘আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা দ্বিতীয় দল মাঠে নামিয়েছি। এই ম্যাচে বড় জয়ে সামনের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস বাড়াবে।’
আগামী ২৪ জানুয়ারি ফিরতি লেগে বার্টনের মাঠে মুখোমুখি হবে সিটি।
সারাবাংলা/এসএন