Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার-এমবাপের গোলে বড় জয় পিএসজির


৭ জানুয়ারি ২০১৯ ১২:০২ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ১২:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

বছরের শুরুতে বড় জয় তুলে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ সিক্সটিনে পঞ্চম সারির ক্লাব পঁতিভির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে থমাস তুখেলের ছাত্ররা। তাতেই আসরের সেরা বত্রিশে উঠে গেছে নেইমার-এমবাপেরা।

পঁতিভির মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ম্যাচের ২৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন স্বাগতিক দলের ফরাসি মিডফিল্ডার সিলভা। তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান নেইমার (২-০)। সাত মিনিটের ব্যবধানে গোল করেন এমবাপে (৩-০)। এরপর ম্যাচের ৮৭ মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের গোলে ৪-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তুখেলের ছাত্ররা।

সারাবাংলা/এসএন

পঁতিভি পিএসজি ফ্রেঞ্চ কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর