Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইলের ছক্কা’র অপেক্ষায় শের-ই-বাংলার গ্যালারি


৬ জানুয়ারি ২০১৯ ১৬:২৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৬:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দু’দলেই চার-ছক্কার মেশিনরা ছিলেন। সিলেটে ডেভিড ওয়ার্নার, সাব্বির রহমান, লিটন দাস। আর কুমিল্লায় শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, তামিম ইকবাল ও স্টিভ স্মিথের টি-টোয়েন্টি ব্লাস্টরা। কিন্তু তারপরেও শের-ই-বাংলার সবুজ গালিচায় চার-ছক্কার বৃষ্টি হলো না, গ্যালারি থেকে সজোরে উল্লাস ভেসে এলে না। সিঙ্গেলস, ডাবলসের রুক্ষতায় শেষ হলো বিপিএলের তৃতীয় ম্যাচটি।

তাইতো হোম অব ক্রিকেটের গ্যালারি এখন ক্রিস গেইলের অপেক্ষায়। দিনের দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টির রাজা গেইল খেলবেন, ছক্কার বৃষ্টি হবে, সতেজতা ফিরবে গ্যালারিতে।

বলা বাহুল্যই হবে, বিপিএলের এবারের আসরের প্রথম তিন ম্যাচের দু’টিতেই চার-ছক্কার বিনোদন থেকে দর্শকরা বঞ্চিত হয়েছেন। মন্থর উইকেটে টুর্নামেন্টের প্রথম ম্যাচের ধারাবাহিকতায় তৃতীয়টিতেও রান এল না। মাত্র ১২৭ রানের ম্যাচ। প্রথমটি তো আরো ভয়াভহ ৯৮।

রোববার (৬ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্সের ম্যাচে ছয় এসেছে মাত্র ৭টি। শহীদ জুয়েল স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগরত কয়েকজন দর্শক সেই অভিযোগই করলেন। ‘চার-ছক্কা দেখতে আসছিলাম, কিন্তু হচ্ছে না। কুমিল্লার ব্যাটসম্যাসরা মাত্র ৩টি ছক্কা মেরেছে।’

নিদারুণ হতাশায় নিমজ্জিত মানুষগুলো এখন তাকিয়ে রংপুর রাইডার্সের দিকে। আরো স্পস্ট করে বললে ক্রিস গেইলের দিকে। ‘আশা করি রংপুরের ম্যাচে পুষিয়ে যাবে। গেইল খেলবে তো। ওর মতো বিশাল ছক্কা মারতে কেউই পারেনা। টিকিটের দাম উশুল হবে।’

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর