Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিপিএল নিয়ে বাংলাদেশের গর্ব বোধ করা উচিত’


৬ জানুয়ারি ২০১৯ ১৩:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যে কোয়ালিটি ক্রিকেট উপহার দিচ্ছে তাতে বাংলাদেশের গর্ব বোধ করা উচিত বলে মনে করেন চিটাগং ভাইকিংস কোচ সায়মন হেলমট।

মন্তব্যটি অবশ্য এমনি এমনি করেননি বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই এইচপি কোচ। বিপিএলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আরো দুটো টুর্নামেন্টে কাজের অভিজ্ঞতা আছে তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করেছেন সানরাইরার্জ হায়েদরাবাদের সহকারি কোচ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) হেড কোচ হিসেবে। সেই অভিজ্ঞতাই হয়তো তিনের ভেতরে বিপিএল নিয়ে তার এমন উচ্ছ্বাসিত মন্তব্যের জ্বালানি যুগিয়েছে।

রোববার (৬ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।
হেলমট বলেন, ‘বিপিএল ছাড়াও আমি আইপিএল, সিপিএলে কাজ করেছি। কিন্তু বিপিএলে সত্যিকার অর্থেই ভাল ক্রিকেট হয়। এখানে প্রতিযোগিতার যে মান সেটা নিয়ে বাংলাদেশের গর্ববোধ করা উচিত।’

কোয়ালিটি ক্রিকেটটা কী? অন্য কিছুই না। টুর্নামেন্টে বিশ্বমানের ক্রিকেটারদের উপস্থিতি এবং তাদের সংস্পর্শে এসে দেশিদের খেলার মান উন্নয়ন। যেমন ধরুণ, বাংলাদেশের উঠতি একজন বোলার স্বদেশি ব্যাটসম্যানদের বিরুদ্ধে সারাদিন বল করে যা না শিখবেন, স্মিথ কিংবা ওয়ার্নারদের ৫টি বল করে হয়তো তার চাইতে বেশি শিখতে পারবেন। সেই ইঙ্গিতটাই হেলমট এখানে প্রচ্ছন্নভাবে দিয়ে রেখেছেন।

চট্টলা কোচ এসময় কথা বলেন টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিয়েও। যেখানে শিষ্যদের বোলিং, ফিল্ডিংয়ে মুগ্ধ এই কোচ জানান, ‘ম্যচাটি টাইট ছিলো। তবে আমরা ভাল বোলিং, ফিল্ডিং করেছে। আমার মনে হয় দু’দলের কেউই কন্ডিশন ঠিকমতো বুঝে উঠতে পারেনি। পরের ম্যাচটিতেই কিন্তু ঢাকা ১৮০’র বেশি রান করেছে।’

বিজ্ঞাপন

‘আমার ধারণা আমাদের ব্যাটিংয়ের ধরণ আরো স্মার্ট হওয়া উচিত। তবে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটি জিতেছি। এই জাতীয় টুর্নামেন্টে কখনো কখনো আপনাকে বাজেভাবে হলেও ম্যাচ জিততে হবে। তবে মুশফিকের ব্যাটিংয়ে দল যেভাবে জিতেছে তাতে আমি খুশি।’ যোগ করেন হেলমট।

৯ জানুয়ারি (বুধবার) দুপুর সাড়ে ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস।

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর