এফএ কাপের চতুর্থ রাউন্ডে ইউনাইটেড-চেলসি-আর্সেনাল
৬ জানুয়ারি ২০১৯ ১১:১৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১১:১৬
।। স্পোর্টস ডেস্ক ।।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল।
শনিবার (৬ জানুয়ারি) রাতে রিংডিংকে হারিয়েছে ইউনাইটেড, নটিংহাম ফরেস্টকে হারিয়েছে চেলসি আর ক্লাব ব্ল্যাকপুলের বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্সেনাল।
ওল্ড ট্রাফোর্ডে হুয়ান মাতা ও রোমেলু লুকাকুর গোলে রিডিংয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইউনাইটেড। তাতেই চতুর্থ রাউন্ডে উঠে গেছে তারা।
দিনের অন্য ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আলভারো মোরাতার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে জয় পেয়েছে চেলসি। তাতেই আসরের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে মাওরিসিও সারির দল।
আরেক ম্যাচে ইংলিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব ব্ল্যাকপুলের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় আর্সেনাল।
ব্ল্যাকপুলের মাঠে এই ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেন তরুণ মিডফিল্ডার জো উইলক। এছাড়াও গোল স্বাগতিকদের জালে একবার বল জড়ান নাইজেরিয়ার মিডফিল্ডার আলেক্স আইওবি। তাতেই আসরের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে উনাই এমেরির দল।
সারাবাংলা/এসএন