Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে দিন-রাতের তফাৎ


৫ জানুয়ারি ২০১৯ ১৮:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দিনের ম্যাচে দর্শক খরা, সাকুল্যে ২ হাজারও নেই। খাঁ খাঁ করছিলো মিরপুরের গ্যালারি। কোনো কিছুতেই গ্যালারি থেকে খুব উচ্চস্বরের কোনো উল্লাস ভেসে এলো না। অথচ রাতের ম্যাচে সেই গ্যালারিই দর্শকে ভরে উঠেছে। অবশ্য ঠাসা নয়, আবার টইটুম্বরও বলা যাবে না।

২৬ হাজার ধারণক্ষমতার গ্যালারিতে সাকুল্যে ১০ হাজার দর্শক গ্যালারিতে বসে বিপিএলের উদ্বোধনী দিনের খেলা উপভোগ করছেন। সেখান থেকে উচ্চস্বরে ঢাকা! ঢাকা! বলে উল্লাসও ভেসে আসছে। তবে প্রকম্পিত করতে পারছে না শের-ই-বাংলার চৌহর্দি।

শহীদ জুয়েল-মোস্তাক স্ট্যান্ড, ক্লাব হাউজ, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারিতে স্বল্প সংখ্যকের উপস্থিতি দেখা গেলেও পূর্ব দিকের গ্যালারি ও গ্র্যান্ড স্ট্যান্ড দর্শকে ভরা। যা রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচে ছিলো একেবারেই শূণ্য।

বিপিএলের ষষ্ঠ আসরের দর্শক বিবেচনায় দিন ও রাতের এই পার্থক্যটিই বড় হয়ে ধরা দিয়েছে।

অথচ শনিবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রিকেট পাগল এই দেশে দর্শদের এত নগন্য উপস্থিতি অনেকেই হয়তো প্রত্যশা করেননি। একবছরেরও বেশি সময় পর বিপিএল ফিরলেও গ্যালারিতে ফিরলো না ‘টি-টোয়েন্টি মেজাজ।

সারাবংলা/এমআরএফ/এসএন

বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর