Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ওভারে জিতলো মুশফিকের চিটাগং


৫ জানুয়ারি ২০১৯ ১৫:৫৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ১৮:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে দারুণ শুরু করলো চিটাগং ভাইকিংস। শনিবার (৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফির দলকে ৩ উইকেটে হারিয়েছে মুশফিকরা।

শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং দলের অধিনায়ক মুশফিক। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফিবাহিনী। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চিটাগং ভাইকিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানেই দুই উইকেট হারায় চিটাগং। ব্যক্তিগত ৮ রানে ফেরেন ক্যামেরন দেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল ফেরেন ব্যক্তিগত ৩ রানে। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ শাহজাদ। তবে ৫১ রানে এলবির শিকার হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এরপর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও ভুল বোঝাবুঝির কারণে রানআউট হয়ে ব্যক্তিগত ৩ রানে ফেরেন সিকান্দার রাজা। আর দলীয় ৬২ রানে ব্যক্তিগত ২ রানে ফেরেন মোসাদ্দেক হোসেন।

এরপর দলীয় ৭৭ রানে নাঈম হাসানকে ১০ রানে বোল্ড করে ফেরান মাশরাফি। আর দলীয় ৮৫ রানে ব্যক্তিগত ২৫ রানে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। এরপর রব্বি ফ্রাইকিঙ্কের সঙ্গে ব্যাটিংয়ে আসেন সানজামুল ইসলাম। দু’জন মিলিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন (১০১/৭)। ফ্রাইলিঙ্ক ১২ ও সানজামুল ৮ রানে অপরাজিত থাকেন।

রংপুরের হয়ে মাশরাফি ২টি উইকেট নেন। এছাড়াও শফিউল, নাজমুল ইসলাম, ফরহাদ রেজা ও বেনি হাওয়েল ১টি করে উইকেট পান।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানেই ৭ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। এরপর সোহাগ গাজীকে সঙ্গে করে দলের হাল ধরেন রবি বোপারা। তবে দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ২১ রান নিয়ে সোহাগ গাজী পেরার পর ম্যাচ আর বেশিদূর গড়ায়নি। ইংনিস সর্বোচ্চ ৪৪ রান খেলে দলীয় ৯৫ রানে ফেরেন বোপারা। আর শেষ বলে রানআউট হয়ে নাজমুল ইসলাম ফেরেন ব্যক্তিগত ৪ রানে। তাতেই রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৯৮ রান।

চিটাগংয়ের রব্বি ফ্রাইলিঙ্ক ৪ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়াও দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও নাঈম হাসান। আর একটি উইকেট নেন খালেদ আহমেদ।

সারাবাংলায় পড়ুন: সারাবাংলা.নেটে বিপিএলের বল বাই বল আপডেট


ভাইকিংসের উইনিং মোমেন্ট ভিডিওতে:

সারাবাংলা/এসএন

চিটাগং ভাইকিংস বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর