সাকিবের ভূয়সী প্রশংসায় আন্দ্রে রাসেল
৪ জানুয়ারি ২০১৯ ১৮:১৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
সঙ্গী হিসেবে সাকিব আল হাসান কেমন সেটা আন্দ্রে রাসেলের চাইতে ভালো আর কে জানেন? এমনকি সাকিবের অধিনায়কত্বও তার নখদর্পনে। আইপিএলে একই বেঞ্চে কাটিয়েছেন অর্ধযুগ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসেও তার সঙ্গী ছিলেন। বিপিএলের গেল আসর তো সাকিবের অধিনায়কত্বেই খেললেন। এবারও খেলবেন। কাজেই বলার অপেক্ষা থাকছে না খুব কাছ থেকেই সাকিবকে দেখার সুযোগ তার হয়েছে। আর সেই অভিজ্ঞতা থেকেই সাকিব সম্পর্কে এমন দারুণ দারুণ মন্তব্য করে গেলেন এই ক্যারিবিয়ান ব্যাটিং টর্নেডা।
‘সাকিব এক অসাধারণ অধিনায়ক। আমি কলকাতা নাইট রাইডার্স এবং জ্যামাইকা তালাওয়াসে তার সঙ্গে খেলেছি। সে দারুণ ক্রিকেট খেলে। অবশ্য মাঝে মাঝে মেজাজ হারিয়ে বসে। অধিনায়করা তো এমনই হয়। আমরা সবাই পেশাদার। ব্যাটে-বলে আমাদের ভুল হলে অধিনায়ক তার প্রতিক্রিয়া দেখাতেই পারেন। তবে আমার চেস্টা থাকবে যতটা সম্ভব ভুলের মাত্রাটা কমানো। আমি জানি দলের জন্য তার সেরাটাই দেবে সে।’
শুক্রবার (৪ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এসব কথা বলেন উইন্ডিজ এই তারকা অলরাউন্ডার।
এসময় টুর্নামেন্টে তার দল ঢাকা ডায়নামাইটসের লক্ষ্য নিয়েও কথা বলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। দল হিসেবে ঢাকা ভালো হয়েছে উল্লেখ করে রাসেল বলেন, ‘আমাদের প্রত্যাশা প্রথম ম্যাচটি জেতা। নতুন বছরের নতুন টুর্নামেন্টে আমরা জয় দিয়েই শুরু করতে চাইছি। দল হিসেবে আমরা ভালো। আমাদের দেশি ও বিদেশি বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার আছে। দিন শেষে আমাদের এই অভিজ্ঞতা ম্যাচে প্রয়োগ করতে হবে।’
বিপিএলে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে রহস্য রেখেই দিলেন রাসেল। ‘আমি আমার লক্ষ্য নির্ধারণ করেছি। কিন্তু সেটা আমার ভেতরে রাখতে চাই। আমি যে লক্ষ্য নির্ধারণ করি সেটা অর্জন করতে চাই। আমি কখনোই বলবো না ২০ উইকেট পাবো, ৫’শ রান করবো। আমার লক্ষ্য আমার ভেতরেই থাক।’
শনিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসকে মোকাবেলা করবে ঢাকা ডায়নামাইটস।
সারাবাংলা/এমআরএফ/এসএন