Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তৃতীয় গ্লোব সকার অ্যাওয়ার্ড জয়ে খুশি রোনালদো


৪ জানুয়ারি ২০১৯ ১৪:২৪

।। স্পোর্টস ডেস্ক ।।

গতবছর বর্ষসেরা ফুটবলার পুরস্কার ব্যালন ডি’অর হাতছাড়া হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে নতুন বছরের শুরুতে গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিলেন সিআর সেভেন।

এই পুরস্কার জিততে এবার রোনালদোর সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা আতোয়াঁ গ্রিজম্যান আর পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

গত আট বছর ধরেই দেয়া হচ্ছে এই পুরস্কার। যেখানে পাঁচবার সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনালদো।

গ্লোব সকার অ্যাওয়ার্ড ছাড়াও বছরের সেরা গোল নির্বাচত হয়েছে রোনালদোর করা গোল। গত বছর চ্যাম্পিয়নস লিগের জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে রোনালদোর বাইসাইকেল কিক থেকে নেয়া গোলেই জিতে নিয়েছেন সেরা গোলের পুরস্কার।

এই পুরস্কার জয়ে বেশ খুশি রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লেখেন, ‘বছরটা দারুণভাবে শুরু হয়েছে। আপনাদের প্রশংসায় এই পুরস্কার জিতেছি, সেজন্য ধন্যবাদ জানাই।’

এবারের সেরা কোচ জিতেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। সেরা এজেন্ট নির্বাচিত হয়েছে হোর্হে মেন্ডেজ। আর সেরা ক্লাব নির্বাচিত হয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো গ্লোব সকার অ্যাওয়ার্ড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর