স্বস্তিতেই বছর শুরু ইউনাইটেডের
৩ জানুয়ারি ২০১৯ ১২:১৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৯ ১২:৪৩
।। স্পোর্টস ডেস্ক ।।
নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার (২ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ওলে গানার সুলশারের ছাত্ররা। ম্যাচে একটি করে গোল করেন রোমেলু লুকাকু ও মার্কাস রাশফোর্ড।
নতুন কোচ সুলশারের দায়িত্ব নেওয়ার পর থেকে জয়ের ধারা অব্যহত রেখেছে ইংলিশ ক্লাবটি। সুলশারের দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের টানা চতুর্থ জয় এটি।
নিউক্যাসলের মাঠে খেলতে নেমে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ইউনাইটেড। তবে আক্রমণ করলেও স্বাগতিকদের রক্ষণভাগে হানা দিতে পারেনি তারা। তাতেই গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণ চালায় ইউনাইটেড। ৬৩ মিনিটে মার্শিয়ালের বদলি হিসেবে বেলজিয়ান স্ট্রাইকার লুকাকুকে মাঠে নামান ইউনাইটেড কোচ। মাঠে নামার এক মিনিট পরই গোল করে দলকে এগিয়ে নেন বেলজিয়ান এই তারকা। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ম্যাচের ৮০ মিনিটে নিউক্যাসেলের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান রাশফোর্ড (২-০)।
ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ গোলে জয় তুলে মাঠ ছাড়ে সুলশারের ছাত্ররা।
এ নিয়ে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে আছে নিউক্যাসল। ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।
সারাবাংলা/এসএন