Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরে দাঁড়ালেন নাদাল


২ জানুয়ারি ২০১৯ ১৮:১৮

।। স্পোর্টস ডেস্ক ।।

৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট। চলমান এই মেগা আসর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন টেনিসের বিশ্বসেরা তারকা রাফায়েল নাদাল। উরুর ইনজুরির কারণে ১১তম ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে এবার খেলতে পারছেন না স্প্যানিশ তারকা, নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এ ব্যাপারে কথা বলতে গিয়ে নাদাল জানান, ইনজুরির কারণে আমি এই আসরে খেলছি না। এখন অনেকটাই ভালোবোধ করছি। তবে, দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় পুরোপুরি ফিটনেস ফিরে পাইনি। আবুধাবিতে খেলার পর থেকেই আমি কোর্টের বাইরে। এমআরআই রিপোর্ট পেয়েছি, চিকিতসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকতে চাই।

নাদাল আরও যোগ করেন, প্রতিদিনই আমি অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমি সব সময়ই খেলতে চাই। কিন্তু, প্রতিটি সময় আপনার পাশে থাকবে না। আমি কোনো ঝুঁকিও নিতে চাই না। গত বছরের শেষটা যেভাবে কেটেছে তার থেকেও শরীরের বেশি উন্নতি হয়েছে। ইনজুরি থেকে ফেরার পর কোর্টে ফেরাটা কঠিন। তার থেকেও কঠিন একটা ভালোমানের টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখা।

৩০ ডিসেম্বর ব্রিসবেন ইন্টারন্যাশনাল শুরু হয়ে শেষ হবে আগামী ৬ জানুয়ারি।

সারাবাংলা/এমআরপি

নাদাল ব্রিসবেন ইন্টারন্যাশনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর