Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে মুমিনুলের উপরে কেউ নেই


২ জানুয়ারি ২০১৯ ১৪:২৯

।। স্পোর্টস ডেস্ক ।।

সারা বিশ্বের প্রথমশ্রেণির ক্রিকেটে গত বছর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে মুমিনুল হক। দুইয়ে থেকে নতুন বছর শুরু করেছেন রানমেশিন খ্যাত তুষার ইমরান। আর এই তালিকায় তিনে ইংল্যান্ডের রোরি বার্নস। এদিকে, সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে চার নম্বরে আছেন বাংলাদেশের স্পিনার আবদুর রাজ্জাক।

গত বছর মুমিনুল খেলেছেন ২০টি প্রথমশ্রেণির ম্যাচ। ৩৬ ইনিংসে ৫১.১৭ গড়ে করেছেন সর্বোচ্চ ১৭৯১ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ২৫৮ রান। ২০১৮ সালে মুমিনুলের থলিতে জমেছে ৯টি সেঞ্চুরি আর দুটি হাফসেঞ্চুরি। এই তালিকায় দুইয়ে থাকা তুষার ইমরান ১৯ ম্যাচের ৩১ ইনিংসে ৫৬.১৭ ইনিংসে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭৩ রান। যেখানে ৭টি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। তিনে থাকা ইংলিশ ব্যাটসম্যান রোরি বার্নস ১৮ ম্যাচের ৩০ ইনিংসে চারটি সেঞ্চুরি আর ৮টি ফিফটিতে করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৫৫৭ রান।

এই তালিকায় চার থেকে দশে থাকা বাকিরা হলেন:
দক্ষিণ আফ্রিকার ড্যান ভিলাস (১৫২৫ রান), শ্রীলঙ্কার রোশেন সিলভা (১৪৮৩ রান), দক্ষিণ আফ্রিকার কলিন আকারমান (১৪৮১ রান), অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড (১৪৬০ রান), উসমান খাজা (১৪৪৪ রান), ম্যাট রেনশ (১৩৯৮ রান) এবং বাংলাদেশের লিটন দাস (১৩৯০ রান)।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শিমন হারমার। ২৪ ম্যাচের ৪১ ইনিংসে সর্বোচ্চ ১০৬টি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া ডানহাতি অফস্পিনার। ২৯ বছর বয়সী হারমার ইনিংসে সাতবার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন, একবার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। এই তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। ১৯ ম্যাচের ৩৬ ইনিংসে তিনি নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১০৪ উইকেট। তিনে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ানে অলিভিয়ের ২২ ম্যাচের ৩৮ ইনিংসে নিয়েছেন ১০১ উইকেট।

বিজ্ঞাপন

এই তালিকায় যৌথভাবে চারে রয়েছেন বাংলাদেশের স্পিনার আবদুর রাজ্জাক, নিউজিল্যান্ডের জীতান প্যাটেল এবং দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল। তিনজনই নিয়েছেন ৯১টি করে উইকেট। ১৭ ম্যাচের ২৮ ইনিংসে বল হাতে রাজ্জাক নয়বার ৫ বা তার বেশি উইকেট তুলে নিয়েছেন। ১০ উইকেট করে পেয়েছেন দুইবার। ইনিংস সেরা বোলিং ফিগার ৬৯/৭। বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল ইসলাম এই তালিকায় আছেন ১২ নম্বরে। ১৮ ম্যাচের ৩২ ইনিংসে তিনি নিয়েছেন ৭৫ উইকেট।

সারাবাংলা/এমআরপি

আবদুর রাজ্জাক তুষার ইমরান মুমিনুল হক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর