Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে বাংলাদেশের সামনে ‘পরীক্ষা’


১ জানুয়ারি ২০১৯ ১৭:৪৭

।। স্পোর্টস ডেস্ক ।।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী টি-টোয়েন্টিতে দশ নম্বরে আছে বাংলাদেশ দল। যে কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে সরাসরি অংশ নিতে পারবে না সাকিব-মুশফিকরা। মঙ্গলবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আসরে মোট অংশ নেবে ১২টি দল। এর মধ্যে সরাসরি অংশ নেবে র‍্যাংকিংয়ে ওপরের দিকের আট দল পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান খেলবে সরাসরি। আর গ্রুপ পর্ব খেলেই তাদের সঙ্গে যোগ দেবে বাকি চারটি দল। এই পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পার করে আসা ছয়টি দল।

আসরে অংশ নেওয়া ১২ দলের মধ্যে জায়গা পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমরা সরাসরি সুপার ১২’তে যাওয়ার পথে পুরোপুরি সুরক্ষিত নই। তবে আত্মবিশ্বাস আছে, আমরা টুর্নামেন্টে ভালো কিছুই করবো। আমাদের দিনে আমরা যে কোনো দলকেই হারাতে পারি এবং আসরের অনেক দূর এগিয়ে যেতে পারবো বলেই আশা করি। আমাদের হাতে এখনও অনেক সময় আছে এবং এই সময়ে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল নির্বাচন করতে পারবো।’

টি-টোয়েন্টিতে নিজের দলের সামর্থ্য নিয়েও বেশ আশাবাদী সাকিব, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ (অ্যাওয়ে সিরিজ) জিতেছি, সেটা খুব বেশি দিন আগের নয়। এই পারফরম্যান্স থেকে আমরা টি-টোয়োন্টিতে নিজেদের সামর্থ্য বুঝতে পারি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর