Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মিথের জন্য প্রশ্ন রেখে দিয়েছেন বিজয়


১ জানুয়ারি ২০১৯ ১৭:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

প্রথম দিকে জানা গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রানের ফুলঝুঁড়ি ছোটাতে এবারের বিপিএল মাতাতে আসছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। দিন কয়েক বাদে দলীয় সূত্র জানালো, তার আসা নিয়ে শঙ্কা আছে। এর কিছুদিন না যেতেই ২২ ডিসেম্বর তার আসা পুরোপুরি বাতিল করে দিল বিপিএল গভর্নিং কাউন্সিল।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার দিন পাঁচেক না যেতেই সেই বিপিএল গভর্নিং কাউন্সিলই জানালো বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লার হয়ে খেলবেন বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটানো এই অজি ব্যাটসম্যান। মূলত পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের জন্যই তাকে দলে ভেড়ানো। যেহেতু ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বিপিএলে দলের প্রথম চার ম্যাচ খেলেই কিউই সিরিজে অংশ নিতে জাতীয় দলে যোগ দিতে হবে মালিককে। ফলে তার স্থলাভিষিক্ত হবেন স্মিথ।

সন্দেহ নেই তার মতো মহাতারকার আগমনে যারপরনাই উৎফুল্লিত গোটা ভিক্টোরিয়ান্স শিবির। তিনি আসবেন, তামিম, আফ্রিদিদের সঙ্গে ব্যাট হাতে মাঠ কাঁপাবেন, গ্যালারিতে আনন্দের ঢেউ বইয়ে দেবেন এমন ভাবনায় শিহরিত গোটা দলটি।

তবে মজার তথ্য দিলেন দলের ইনফর্মড ব্যাটসম্যান এনামুল হক বিজয়। স্মিথ এলে নাকি তার কাছে তিনি এবং তার সতীর্থরা অনেক কিছুই জানতে চাইবেন। স্মিথের অভিজ্ঞতার ঝুলি থেকে ব্যাটিং কৌশল শিখতে চাইবেন। নিতে চাইবেন অনুপ্রেরণাদায়ক বিষয়াদিও। মঙ্গলবার (১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঐচ্ছিক অনুশীলন শেষে সেকথাই জানালেন এই ভিক্টোরিয়ান্স টপঅর্ডার।

বিজয় জানালেন, ‘আমার কাছে মনে হয় যে তিনি অনেক বড় সুপারস্টার বিশ্ব ক্রিকেটে। আমরা যারা তরুণ ক্রিকেটার আছি তারা সবাই মিলে প্রশ্ন করবো। চেষ্টা করবো তার থেকে ভালো কিছু মোটিভেশনাল বিষয় বের করে আনার জন্য। আর ক্রিকেটে তো শেখার শেষ নেই। আমার কাছে মনে হয় এত বড় সুপারস্টারের কাছ থেকে ছোট ছোট অনেক কিছুই শেখার আছে।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘আমি নিজেও কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি, স্মিথ যোগ দিলে সেই প্রশ্নগুলো তার কাছে করবো। যদি কিছু শিখতে পারি, পরবর্তীতে আমার উপকার হয় তাহলে সেটি নেয়ার চেষ্টা করবো। এছাড়া আরও বড় বড় ক্রিকেটার আছে। আফ্রিদি আছেন, শোয়েব মালিক আছেন, তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আছেন। আমার কাছে মনে হয় বিপিএল অনেক বড় একটি মঞ্চ, বড় সুপার স্টারদের জায়গা। আমি চেষ্টা করবো সবার কাছে একটু একটু করে নিয়ে ভবিষ্যতে কাজে লাগানোর।’

বিপিএলের গেল আসরটি ততটা বর্ণিল কাটেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কোয়ালিফায়ার খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিলো। কাজেই শিরোপা খেদ তাদের মধ্যে থেকেই গেছে। সেই খেদ ষষ্ঠ আসর দিয়ে মেটাতে চাইছে তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। বিজয় জানালেন, ‘বিপিএলে মূল খেলা সেমিফাইনাল আর ফাইনাল। এই দুটি হলো বড় ক্রিকেটারদের ম্যাচ, বড় দলের ম্যাচ। এই দুটি ম্যাচে একটি চাপ থাকে। সবমিলিয়ে একটি চাপ থাকে, সবার চোখ থাকে এই ম্যাচগুলোর ওপরে। আমার কাছে মনে হয় এই দুটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই দুই ম্যাচের ওপর ট্রফি জেতা নির্ভর করে। আমরা যদি পুরো টুর্নামেন্টে ভালো খেলতে পারি তখন আমাদের জন্য ঐ ম্যাচগুলো সহজ হয়ে যাবে। আর পুরোটা খেলতে পারলেই ইনশাল্লাহ ফাইনালে শিরোপা আসতে পারে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজয়-স্মিথ বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর