Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে টাইগারদের শুভেচ্ছা


১ জানুয়ারি ২০১৯ ১২:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

আরও একটি বছর পেরিয়ে শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। শুরু হয়েছে ২০১৯ সাল। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন একজন অন্যজনকে। সামাজিক যোগাযোগমাধ্যমও নতুন বছরের শুভেচ্ছায় ভাসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।

ফেসবুকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শুভেচ্ছা জানিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌, দারুণ একটি বছর পার করেছি। বছর শেষ হয়ে গেল, সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকল পাপ ক্ষমা করেন এবং ঈমানকে আরো শক্তিশালী করেন। আশা করি আমরা সবাই নিজেদের ভালোর জন্য প্রতিনিয়ত কাজ করবো। আমার পরিবারের পক্ষ নতুন বছরের শুভেচ্ছা।’

ফেসবুকের অফিসিয়াল পেইজে একটি ভিডিও পোস্ট করেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে তিনি লেখেন, ‘দমে গিয়েছি, তবে মনোবল হারাইনি। আসছে বছর, শপথ নিলাম নিজেদের ছাড়িয়ে যাওয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!’

শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌ ২০১৮ এবং ইনশাল্লাহ ২০১৯। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

সারাবাংলা/এসএন

মাশরাফি বিন মর্তুজা মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর