Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ পাকিস্তানে না হওয়ার সম্ভাবনাই বেশি: বিসিবি সিইও


৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৭:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ২০২০ এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক পাকিস্তান হলেও দেশটির মাটিতে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা বেশি বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

আর এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করলেন নিরাপত্তাহীনতাকে। কেননা পাকিস্তানে নিরাপত্তা ঝুঁকি এতটাই প্রবল যে সেখানে এখনো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ তৈরী হয়নি বলে মত তার।

সোমবার (৩১ ডিসেম্বর) সারাবাংলাকে তিনি এ তথ্য দেন। সুজন বলেন, ‘২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ‘হোস্ট রাইট’ পাওয়ায় তারাই এশিয়া কাপের আয়োজন করবে। কিন্তু কোথায় করবে? পাকিস্তান, দুবাই নাকি বাংলাদেশে? এটা তাদের ব্যাপার। এটা পরবর্তী সিদ্ধান্ত এবং এ ব্যাপারে কোন আলোচনা হয়নি। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট এখনও পুরোপুরি পাকিস্তানে যায়নি সেহেতু এশিয়া কাপ পাকিস্তানে না হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া ভারতের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারি অনুমোতির প্রয়োজন হয় সেক্ষেত্রে পাকিস্তানে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিল’র (এসিসি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর গেল ১৩ ডিসেম্বর ঢাকার স্থানীয় একটি হোটেলে সংগঠনের প্রথম নির্বাহী কমিটির বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান জানিয়েছিলেন, ‘এশিয়া কাপের আগামী আসর বসবে ২০২০ সালে পাকিস্তানে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই আগামী এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।’

বিজ্ঞাপন

এশিয়া কাপের সবশেষ আসরের আয়োজক ছিলো ভারত। যার পর্দা উঠেছিলো চলতি বছরের সেপ্টেম্বরে। কিন্তু আয়োজক হওয়া সত্বেও ভারতের মাটিতে এশিয়া কাপ গড়াতে দেখা যায়নি। কারণ একটিই, এশিয়ার ক্রিকেটের আরেক শক্তিশালী পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। ফলশ্রুতিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই।

আপনারা সবাই হয়তো জানেন তারপরও বলে রাখছি, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে বোমা হামলার পর থেকে সবধরণের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসা বন্ধ হয়ে গেছে পাকিস্তানে। তবে গত বছর দেশটিতে ঘরোয়া ক্রিকেট লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলেও আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ কিংবা টুর্নামেন্টের আয়োজন হয়নি। তবে, আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফেরাতে মরিয়া হয়ে আছে দেশটি।

সারাবাংলা/এমআরএফ/এসএন

এশিয়া কাপ ২০২০ টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর