Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা নিয়ে কোনো সমঝোতা নয়: মাশরাফি


৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৫০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নড়াইল-২) জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এবারের নির্বাচনে তার অংশগ্রহণের পর থেকেই অনেকের মধ্যে শঙ্কা ছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা। এবার সে বিষয়ে স্পষ্টই জানিয়ে দিলেন ম্যাশ।

সোমবার (৩১ ডিসেম্বর) মাশরাফি জানিয়েছেন, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে থাকছেন তিনি। মাশরাফি বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা নিয়ে কোনো সমঝোতা নয়।’

নির্বাচনে জয় পেয়ে আনন্দিত বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। নড়াইলের উন্নয়নেই এবার কাজ করার ইচ্ছা তার। মাশরাফি বলেন, ‘নড়াইলের উন্নয়নে যে সকল সরকারি অনুদান আসবে, সংসদ সদস্য হিসেবে তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করবো।’

সারাবাংলা/এসএন

মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর