আলো ছড়াচ্ছেন পগবা
৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:১৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৯
।। স্পোর্টস ডেস্ক ।।
একের পর এক বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবাকে। তবে হোসে মরিনহোর বরখাস্ত হওয়ার পর থেকে নতুন কোচ উলা গুনার সুলশারের অধীনে চমক দেখিয়ে চলেছেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।
মরিনহোর দায়িত্ব ছাড়ার পর সুলশারের অধীনে টানা তিন ম্যাচে সুযোগ পান পগবা। আর এই তিন ম্যাচেই বড় জয় পেয়েছে ইউনাইটেড। দলের হয়ে এই তিন ম্যাচে ৪টি গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।
এর মধ্যে রোববার (৩১ ডিসেম্বর) বোর্নমাউথের বিপক্ষে ৪-১ গোলে দলের জয়ের দিনে জোড়া গোল করেন পগবা। ম্যাচের বাকি দুটি গোল করেন মার্কাস রাশফোর্ড এবং রোমেলু লুকাকু। নতুন কোচের অধীনে চার গোলের পাশাপাশি তিনটি গোলে অ্যাসিস্ট আছে তার।
সুলশারের অধীনে যে বছরটা কিছুটা স্বস্তিতেই শেষ করেছে ইউনাইটেড, সেটা বলাই যায়। এ নিয়ে ২০ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ইউনাইটেড। সমান ম্যাচে পাঁচে থাকা আর্সেনালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
সারাবাংলা/এসএন