Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইটহুড উপাধি পেলেন কুক


৩০ ডিসেম্বর ২০১৮ ১১:০৫

।। স্পোর্টস ডেস্ক ।।

নতুন বছর শুরুর আগে সুখবর পেলেন এ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দল থেকে অবসরে যাওয়া অ্যালিস্টার কুক। ইংলিশ ক্রিকেটার হিসেবে সবশেষ ২০০৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন স্যার ইয়ান বোথাম। ১১ বছর পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এবার নাইটহুড পেলেন কুক।

ইংল্যান্ড দলের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া এই তারকার নামের আগে এবার যুক্ত হবে ‘স্যার’। ইংলিশ ক্রিকেটে দারুণ অবদানের জন্য নাইটহুড উপাধি পেলেন রানী এলিজাবেথের কাছ থেকে। এখন থেকে ইংল্যান্ডের সাবেক এই ওপেনারের নাম ‘স্যার অ্যালিস্টার কুক’।

২০০৬ সালের মার্চে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হয় কুকের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে খেলেন অপরাজিত ১০৪ রানের ইনিংস। আর ইংলিশদের জার্সিতে ক্যারিয়ারের শেষ টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৭১ রান ও দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

সবমিলিয়ে ইংলিশ দলের সাদা জার্সিতে ১৬১ টেস্ট খেলে সবমিলিয়ে ৩৩টি শতকসহ ১২ হাজার ৪৭২ রান করেন ইংলিশ ক্রিকেটের এই কিংবদন্তি। যা টেস্ট ক্রিকেটে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান। আর ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ৫৯ টেস্টে।

ওয়ানডেতে ৯২টি ম্যাচ খেলে ৫ শতকসহ ৩ হাজার ২০৪ রান করেন ইংলিশদের সাবেক এই ওপেনার।

সারাবাংলা/এসএন

অ্যালিস্টার কুক টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর