কামিন্সের ব্যাটে অপেক্ষা বাড়ল ভারতের
২৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:৩০
।। স্পোর্টস ডেস্ক ।।
মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া। চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ১৪১ রানে পিছিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ দিনে জয়ের জন্য ২ উইকেট হাতে আছে তাদের।
তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শনিবার (২৯ ডিসেম্বর) ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। দলীয় ৬৩ রানেই ৩ উইকেট হারায় তারা। এরপর শন মার্শ ও ট্রাভিস হেড দলের হাল ধরলেও ব্যক্তিগত ৪৪ রানে মার্শ ও ৩৪ রানে হেড আউট হন। এরপর মিচেল মার্শ ১০, টিম পেইন ২৬ ও প্যাট কামিন্স ১৮ রানে আউট হয়ে ফেরেন। তবে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দিন শেষ করেন প্যাট কামিন্স। তার সঙ্গে অপরাজিত থাকেন ৬ রান করা নাথান লায়ন। দিন শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫৮ রান।
ভারতের রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি। আর একটি উইকেট পান ইশান্ত শর্মা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা। এছাড়াও বিরাট কোহলি ৮২, মায়াঙ্ক আগারওয়াল ৭৬ ও রোহিত শর্মা ৬৩ রান করেন।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও মিচেল স্টার্ক ২টি উইকেট নেন। আর জশ হ্যাজলউড ও নাথান লায়ন ১টি করে উইকেট নেন।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ’র বোলিং তোপে ১৫১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে বুমরাহ সর্বোচ্চ ৬টি উইকেট নেন। দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর ১টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। তাতেই দলীয় ১০৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।
সারাবাংলা/এসএন