এই রানেই ভারতের জয় দেখছেন পূজারা
২৭ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৯
।। স্পোর্টস ডেস্ক ।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলছে ভারত। এই টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান তুলেই ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অজিরা। এই ইনিংসে ভারতের হয়ে শতক তুলে নেন চেতেশ্বর পূজারা। দলের বড় সংগ্রহের পর এই টেস্টে জয় দেখছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানে ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন ওপেনার হনুমা বিহারি। এরপর অভিষিক্ত মায়াঙ্ক আগারওয়ালকে সঙ্গে ৮৩ এবং বিরাট কোহলির সঙ্গে ১৭০ রানের জুটি গড়েন পূজারা। তাতেই শতক তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সবমিলিয়ে ৩১৯ বলে ১০ বাউন্ডারিতে ১০৬ রান করে দলীয় ২৯৯ রানে আউট হন পূজারা। তবে শেষ দিকে অজিঙ্কা রাহানের ৩৪, ঋষভ পান্তের ৩৯ এবং রোহিত শর্মার অপরাজিত ৬৩ রানে ভর করে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
দ্বিতীয় দিন শেষে পূজারা বলেন, ‘এই পিচে রান করা বেশ কষ্টকর। আমরা যদি প্রথম দুই দিনের খেলার দিকে তাকাই, তাহলে দেখা যাবে রান খুব কম হয়েছে। আমি বলতে চাই, একদিনে ২০০ রান করা কষ্টকর। তাই বলা যায়, এই রান (৪৪৩) আমাদের জন্য অনেক।’
আজকের দিনের খেলার কথা ভাবলেও, অনেক বাউন্স হচ্ছে। আমি গতকাল এবং আজকের ব্যাটিংয়ে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। আমার মনে কালকের দিনে সেটা আরও কঠিন হবে।’
সারাবাংলা/এসএন